ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.3/10
Directors ➤ Sri Ganesh
Stars ➤ Siddharth, R. Sarathkumar, Meetha Raghunath, Devayani Etc.
Genres ➤ Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Prime Video
একটা পরিবার ছিল — বাবা, মা, ছেলে আর মেয়ে। ওরা ভাড়া বাসায় থাকত, টাকাপয়সার অবস্থা খুব একটা ভালো না। বাবার একটা স্বপ্ন ছিল, একদিন নিজের একটা বড় ফ্ল্যাট হবে, 3BHK, সবাই মিলে সেখানে থাকবে।

কিন্তু হাতে টাকা নেই, তাই বাবা-মা কষ্ট করে কাজ করত, যতটা পারত জমাত। ছেলে প্রভুকে মানুষ করার জন্য পড়াশোনায় চাপ দিত, টিউশন দিত, যেন ভবিষ্যতে ভালো চাকরি পায়।

প্রভু মাঝেমধ্যে চেষ্টা করত, আবার ব্যর্থ হত। মেয়েটাকে পছন্দ করত, সে হঠাৎ চলে গেলে আরও মন খারাপ হয়। বাবা অসুস্থ হয়ে পড়ে, টাকার অভাব বাড়তে থাকে, সংসারে দুশ্চিন্তা লেগেই থাকে।

তারপরও প্রভু হাল ছাড়ে না। বারবার চেষ্টা করে অবশেষে একটা চাকরি পায়। তারপর ধীরে ধীরে সংসার ঠিক হয়, টাকা জমে। অবশেষে কয়েক বছর পরে ওরা লোন নিয়ে একটা 3BHK ফ্ল্যাট কিনে ফেলে।

শেষে সবাই খুশি হয়ে নতুন ঘরে ওঠে। বাবার স্বপ্ন পূরণ হয়।