ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.7/10
Directors ➤ Shiboprosad Mukherjee & Nandita Roy
Stars ➤ Rakhee Gulzar, Srabanti Chatterjee, Kanchan Mullick, Sauraseni Etc.
Genres ➤ Drama, Family
Language ➤ Bangla
Country ➤ India
এই সিনেমার গল্প আসলে একেবারে আমাদের আশেপাশের জীবনের মতো। অনিমেষ নামে এক জন মাঝবয়সী লোক, নিজের একটা পাবলিশিং হাউস চালায়। কাজের চাপ, সংসারে টানাপোড়েন, মেয়ের দূরত্ব – সব মিলিয়ে জীবনটা যেন একটু শুকনো হয়ে গেছে।
এদিকে অনিমেষের মা, সুভ্রা, একজন অবসরপ্রাপ্ত নার্স। ছেলে আর পুত্রবধূর ব্যস্ততায় নিজেকে একেবারে একা মনে করে। একদিন হঠাৎই মা অফিসে গিয়ে বসে পড়ে, ছেলেকে সাহায্য করার জন্য। শুরুতে অনিমেষ এটা মানতে চায় না, কিন্তু ধীরে ধীরে দেখা যায় মায়ের উপস্থিতি পুরো অফিসকেই অন্যরকম করে দেয়।
সহকর্মীরা সুভ্রাকে সবাই মিলে “মা” বলে ডাকতে শুরু করে। মা শুধু অফিসের কাজ নয়, সবার মনও জয় করে নেয়। ধীরে ধীরে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয় – অফিসটা শুধু কাজের জায়গা না, হয়ে ওঠে এক ধরনের পরিবার।
আরও মজার ব্যাপার হলো, সুভ্রা একটা নতুন আইডিয়া দেয় – অফিসেই যেন একটা ছোট্ট ডে-কেয়ার থাকে যেখানে কর্মীদের বয়স্ক মা-বাবারা আসতে পারে। তারা সময় কাটাবে, গল্প করবে, আর একা লাগবে না। প্রথমে অনিমেষ ভাবল এটা অসম্ভব, কিন্তু পরে দেখে ব্যাপারটা দারুণ জমে গেছে।
এই পুরো অভিজ্ঞতা অনিমেষ আর তার স্ত্রীর সম্পর্কও নতুন করে গড়ে তোলে। মুম্বাইয়ে থাকা মেয়ে ফিরে আসে, পরিবার আবার এক হয়। আর সুভ্রা, মানে অনিমেষের মা, নিজের জীবনেরও নতুন মানে খুঁজে পান।
শেষ পর্যন্ত অফিসের এই উদ্যোগ একটা পুরস্কারও পায়। সিনেমাটা শেষ হয় হাসি, আনন্দ আর পরিবার-বন্ধনের উষ্ণতায়।
