দত্ত বাড়ি, যাদের নাম শুনলেই মানুষ ভাবে—ঐতিহ্য, সম্মান আর আভিজাত্যের ঠিকানা। কিন্তু সেই বড়লোকি বাড়িতে একদিন ঘটে গেল এমন এক ঘটনা, যা সবাইকে হতবাক করে দিল। পরিবার আর বন্ধুদের সামনে খুন হয়ে গেল ঘরের উত্তরাধিকারী! আর দোষের তীর গিয়ে লাগল তার স্ত্রী মালিনীর দিকে।
মালিনীর মুক্তির লড়াইয়ে নামল অচিন্ত্য আইচ—চোখে-মুখে একেবারে সাদাসিধে চেহারা, কিন্তু ভেতরে প্রচণ্ড জেদ আর সত্য খুঁজে বের করার তাগিদ। তবে সামনে যে প্রতিপক্ষ—সীতারাম গাঙ্গুলী, সে কিন্তু মামলার খেলায় পাকা খেলোয়াড়।
শেষ পর্যন্ত কি অচিন্ত্য সত্যিটা বের করে আনতে পারবে? নাকি দত্ত বাড়ির গোপন কাহিনি থেকে যাবে অন্ধকারে?
সিজন ০২ঃ
বিয়ের সাজে প্রস্তুত অচিন্ত্য আইচ। আনন্দ-উৎসবের মাঝেই দরজায় কড়া নাড়ল এক অনাকাঙ্ক্ষিত অতিথি—নুপুর। মুখে আতঙ্ক, চোখে ভয়ের ছাপ।
“দয়া করে, আমার বাবাকে ফাঁসি থেকে বাঁচান… তিনি নির্দোষ!”—কেঁদে ফেলল নুপুর।
এভাবেই আবার খুলে গেল বহুদিন আগের এক চাঞ্চল্যকর মামলার পুরনো পাতা। অচিন্ত্যের পথে এলো মানুষের রাগ, কটূ কথা, আর আইনের ভয় দেখানো। কিন্তু যতই বাধা এসেছে, ততই সে এগিয়েছে সত্যের পথে।
ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল সেই গোপন সত্য, যা বদলে দিতে পারে এক মানুষের ভাগ্য।
শেষমেশ কি অচিন্ত্য ন্যায় এনে দিতে পারবে, নাকি সত্য চাপা পড়ে যাবে অন্ধকারে?