ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 5.7/10
Directors ➤ Dipankar Dipon
Stars ➤ Siam Ahmed, Abm Sumon, Bidya Sinha Saha, Sunerah Etc.
Genres ➤ Action, Sci-Fi, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
"Antarjal (২০২৩)" ঠিক তেমন এক সময়ের গল্প, যখন বাংলাদেশ পড়ে এক ভয়ংকর সাইবার হামলার মুখে।
হঠাৎ করেই দেশের ব্যাংক, হাসপাতাল, সরকারি অফিস—সব জায়গার নেটওয়ার্ক ভেঙে পড়ে।
মানুষ টাকা তুলতে পারছে না, হাসপাতালের ডেটা উধাও, পুরো দেশজুড়ে অস্থিরতা।
বুঝতে আর বাকি থাকে না—কেউ পরিকল্পিতভাবে দেশের ডিজিটাল সিস্টেম ধ্বংস করতে চাইছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে সামনে আসে কিছু তরুণ-তরুণী হ্যাকার, যারা দেশের জন্য কিছু করতে চায়।
এর মধ্যে অন্যতম হলো Lumin (সিয়াম)—এক সময়কার জিনিয়াস হ্যাকার, এখন নিজের ভুলের জন্য আত্মগোপনে।
আর আছে বিদ্যা সিনহা মিম—এক কড়া মেজাজের পুলিশ অফিসার, যিনি এই সাইবার যুদ্ধ থামাতে চান যেকোনো মূল্যে।
এদের সঙ্গে যুক্ত হয় আরও কিছু কম্পিউটার এক্সপার্ট—কেউ কোডিংয়ে, কেউ সাইবার সিকিউরিটিতে, কেউ ক্রিপ্টোগ্রাফিতে ওস্তাদ।
এভাবেই তৈরি হয় একটা অলিখিত "সাইবার কমান্ডো" টিম।
তাদের প্রতিপক্ষ হলো এক রহস্যময় হ্যাকার গ্রুপ, যারা দেশের ডিজিটাল ভীত কাঁপিয়ে দিতে চায়।
কিন্তু ওদের পেছনে কে আছে? আসল উদ্দেশ্যটাই বা কী?
গল্প যত এগোয়, বেরিয়ে আসে একটার পর একটা চমক।
এই লড়াই শুধু কম্পিউটারের মধ্যে না—এটা ন্যায়ের সঙ্গে অন্যায়ের, বিশ্বাস আর প্রতারণার, আর নিজের ভুলকে মেনে নিয়ে সোজা পথে ফেরার যুদ্ধ।
আর শেষ দিকে এক দারুণ টুইস্ট—কে বন্ধু, কে শত্রু সব গোলমাল হয়ে যায়!