ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 6.6/10
Directors ➤ Swineeth S Sukumar
Stars ➤ Runa Khan, Sabnam Faria, Shamol Mawla, Shohel Mondol Etc.
Genres ➤ Romance, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
সুন্দর একটি গল্পের উপর ভিত্তি করে চমৎকার একটি ওয়েব ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন গৌতম কৈরী "আন্ত:নগর"।
মোট চারটা গল্পের সন্নিবেশে তৈরি আন্তঃনগর। যার মধ্যে একটা গল্পে দেখা যায় এক প্রেমিক যুগল শহর থেকে শহরে পালিয়ে বেড়ায় নতুন একটা জীবন শুরু করতে। দ্বিতীয়টাতে দেখানো হয় তিনজন মানুষের দুটি গল্প। এক মহিলা যার স্বামী জেলে।
মহিলার দিন কাটে একমাত্র মেয়েকে নিয়ে। এর ফাঁকে পাশের বাসার সিএনজি ড্রাইভারের সাথে প্রেম হয় মহিলার। স্বামী ছাড়া পেলে শুরু হয় নির্যাতন।এখানেও মহিলা ও ড্রাইভার পালিয়ে বাঁচতে চায়। চতুর্থ গল্পে দম্পতির বাঁচা হয়না।
স্বামীর ভেতর সমস্যা। এখান থেকেই তাদের টানাপোড়েন শুরু হয়। মোটামুটি এই সাতজন মানুষের গল্প ও সাথে নগরের নানান চিত্র নির্মাতা দর্শকদের দেখান। সুন্দর গল্প। আমাদের আশেপাশের চেনাজানা গল্প।