ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Kaushik Hafizee
Stars ➤ Avery Singha Roy, Aishwarya Sen, Debraj, Durbar Sharma Etc.
Genres ➤ Horror, Comedy
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Hoichoi
“Bhootteriki (2025)” আসলে ভৌতিক সিরিজ হলেও, এতে ভয় পাওয়ার থেকে বরং হাসি আর আবেগ বেশি পাওয়া যায়। গল্পটা শুরু হয় কলকাতার এক পুরনো রহস্যময় বাড়ি থেকে, যেখানে তিন ভূত বহু বছর ধরে একসঙ্গে থাকে। ভূতদের নাম—রাশিয়া, অনন্যা আর কাব্য। এরা কিন্তু সাধারণ ভূত নয়, নিজেদের মতো করে বন্ধুত্ব করে, ঝগড়া করে, আবার একে অপরের উপর রাগও করে।

একদিন এক ডকুমেন্টারি টিম আসে ওদের নিয়ে একটা সিরিজ বানাতে। তখনই ধীরে ধীরে খুলে যায় তাদের লুকানো গল্প। কেউ জীবদ্দশায় অসম্পূর্ণ প্রেম ফেলে গেছে, কেউ আবার পরিবারকে হারানোর কষ্ট নিয়ে আছে। বিশেষ করে রাশিয়া—সে এক সাধারণ ছেলের প্রেমে পড়ে যায়, আর সেই জায়গাটাই গল্পে নতুন মোড় আনে।

পুরো সিরিজ জুড়ে আছে ভয়ের হালকা ছোঁয়া, কিন্তু ভয় দেখানোর চেয়ে বরং বেশি পাওয়া যায় কমেডি আর নাটকীয়তা। ভূতরা যেমন নিজেদের দুষ্টুমি আর মজায় মেতে থাকে, তেমনি মাঝে মাঝে মনের ভেতরের দুঃখ, একাকীত্ব আর অপূর্ণতার কথাও সামনে আসে।

সবশেষে গল্পটা দাঁড়িয়ে যায় একরকম ক্লোজারের দিকে। কে কাকে ভুলতে পারে, কে কার জন্য থেকে যায়—এসব প্রশ্নের ভেতর দিয়ে সিরিজটা শেষ হয়।