ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Ayan Dey
Stars ➤ Srabanti Chatterjee, Om Sahani, Darshana Banik Etc.
Genres ➤ Horror, Thriller
Language ➤ Bangla
Country ➤ India
কল্পনা করো, বিয়ের পর নতুন সংসার, নতুন আশা নিয়ে একজন মেয়ে ঢুকল তার শ্বশুরবাড়িতে। নাম তার অনন্যা। স্বামী আকাশ তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু শুরু থেকেই শাশুড়ি (শিক্ষা চ্যাটার্জী) অনন্যাকে মেনে নিতে পারে না। প্রতিটা দিন অনন্যার জীবনে বাড়তে থাকে অপমান আর মানসিক চাপ।
ধীরে ধীরে অনন্যা টের পায়, এই বিরোধটা কেবল শাশুড়ি-বৌমার সম্পর্কের খুনসুটি নয়—পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে। বাড়ির চারপাশে শুরু হয় অদ্ভুত ঘটনা, যেগুলো যুক্তি দিয়ে বোঝা যায় না। দরজা-জানালা নিজেরাই বন্ধ হয়ে যাচ্ছে, অচেনা ছায়া ভেসে উঠছে, আর রাত নামলেই ঘিরে ধরছে এক অজানা আতঙ্ক।
এভাবেই পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে মিশে যায় অতিপ্রাকৃত রহস্য। অনন্যা আর আকাশের সম্পর্ক কি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে টিকে থাকবে? শাশুড়ির আসল উদ্দেশ্য কী? আর সবচেয়ে বড় প্রশ্ন—এই ভয়ের উৎসটা কি কেবল মানুষের ষড়যন্ত্র, নাকি সত্যিই আছে কোনো অদৃশ্য শক্তির খেলা?
“ভয় পেও না (২০২৫)” মূলত এক অদ্ভুত মিশ্রণ—ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর হঠাৎ করেই সামনে আসা ভৌতিক ছায়া। দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় রাখবে এই গল্প।