ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ N/A
Directors ➤ Dae Yoon Jung
Stars ➤ Imtiaz Barshon, Manoj Kumar Pramanik, Priyontee Etc.
Genres ➤ Romance
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Bongo
পালাশ ছিল একেবারে সাদাসিধে মানুষ। গেস্টহাউসে কাজ করত, দিন গুজরান করাই ছিল তার চিন্তা। সিনেমা, তারকা—এসব তার জীবনের বাইরে। কিন্তু একদিন ভাগ্য তাকে হঠাৎ টেনে নিয়ে গেল এক ঝড়ো ঘটনার মাঝে।

ঈশা—উঠতি নায়িকা। চারপাশে আলো, ক্যামেরা আর জনপ্রিয়তা, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল ভয়ংকর অন্ধকারে ভরা। প্রেমিকের অত্যাচার দিন দিন তাকে শেষ করে দিচ্ছিল।

অবশেষে এক রাতে সেই অন্ধকার চরম রূপ নেয়। ঝগড়ার উত্তাপে ঈশার হাতে বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়—তার প্রেমিক নিস্তেজ হয়ে পড়ে যায় মেঝেতে। মুহূর্তটা এত হঠাৎ ঘটে যে ঈশা বুঝতেই পারে না, এটা দুর্ঘটনা নাকি নিজের ভেতরে জমে থাকা কষ্টের বিস্ফোরণ।

আর সেই সময়েই সামনে এসে দাঁড়ায় পালাশ। চোখের সামনে এই দৃশ্য দেখে সে একেবারে হতবাক। ঈশা তখন ভয়ে কাঁপছে, দিশেহারা। পালাশের সামনে কঠিন প্রশ্ন—সে কি মেয়েটাকে বাঁচাবে, নাকি সব সত্যি উন্মোচন করবে?

সেই এক রাতেই সাধারণ পালাশ আর তারকা ঈশার জীবন এমনভাবে জড়িয়ে যায়, যেখান থেকে আর ফেরার পথ খুঁজে পাওয়া যায় না।