ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Nirjhar Mitra
Stars ➤ Sandipta Sen, Niranjan Mondal, Sreya, Aditya Sengupta Etc.
Genres ➤ Thriller, Crime
Language ➤ Bangla
Country ➤ India
চিত্রা একজন সাহসী মহিলা পুলিশ, কাজ করে এক শহরের ক্রাইম ব্রাঞ্চে। একদিন ওর কাছে আসে এক অদ্ভুত কেস—এক নববধূ বিয়ের কদিনের মাথায় নিজে থেকে জীবন শেষ করেছে! সবার চোখে এটা আত্মহত্যা, কিন্তু চিত্রার মন বলছে—কিছু একটা ঠিকঠাক মিলছে না।
এই কেস ফাইল করতে না করতেই আসে আরেকটা ঘটনা, আরেকটা নতুন বউ, আবারও একইরকম ‘আত্মহত্যা’।
একটা দুটো না—এভাবে কয়েকটা ঘটনার পর চিত্রা বুঝে যায়, ব্যাপারটা মোটেও সাধারণ না।
তদন্তে গিয়ে চিত্রা খেয়াল করে, প্রত্যেক কনের মৃত্যুর আগে একটা ফুলের তোড়া পৌঁছে গিয়েছিল তাদের হাতে। আর সব বিয়েতেই আশেপাশে ঘুরঘুর করছিল এক নিরীহ দেখতে ফুলওয়ালা—চুপচাপ, কারও সাথে কোনো কথা বলে না, শুধু সময়মতো এসে ফুল দিয়ে চলে যায়।
আরেকটা অদ্ভুত মিল—এই কনেরা সবাই একবার বিয়ে করেছিল আগেই। এখন দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করছিল। মানে, তারা সবাই ‘পুরনো সম্পর্ক কাটিয়ে নতুন শুরু’ করতে যাচ্ছিল।
চিত্রা তখন ব্যাপারটা বুঝতে পারে—এইসব মৃত্যু আসলে সাজানো খুন। একজন সিরিয়াল কিলার পরিকল্পনা করে এসব করছে। আর সেই খুনি হচ্ছে সেই চুপচাপ ফুলওয়ালাটা!
চিত্রা খুনির অতীত ঘেঁটে দেখে, লোকটার নিজের জীবনেও একজন এমন বউ ছিল, যে তাকে ছেড়ে আবার বিয়ে করেছিল। সেই অপমান আর কষ্ট আজও সে ভোলেনি। তাই সে একের পর এক এমন মেয়েদের খুঁজে খুঁজে মারছে, যাদের অতীতেও একবার বিয়ে হয়েছিল।
শেষে চিত্রা নিজের জীবন বাজি রেখে একটা ভয়ংকর প্ল্যান করে—একজন কনের নিরাপত্তা দেয়ার ভান করে খুনিকে ফাঁদে ফেলে।
সব ঠিকঠাক মতো চললে, একদিন খুনিটা ধরা পড়ে যায়।
লোকটা তখনও কিছু বলে না, শুধু হালকা একটা অদ্ভুত হাসি দেয়—যেন অনেককিছু বলেও কিছুই বলছে না।