IMDb rating ➤ 6.5/10
Directors ➤ Shankha Dasgupta
Stars ➤ Salahuddin Lavlu, Chanchal Chowdhury, Safa Kabir, Polash Ect.
Genres ➤ Crime, Drama, Thriller, Western
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Hoichoi
এই সিরিজে দেখা নো হয়েছে বাংলাদেশের একটি দ্বীপের ঘটনা। দ্বীপের নাম ছেড়া দিয়া। সেখানে রাজত্ব করে সোহরাব কোম্পানি ও তার পরিবারের লোকেরা। তাদের কথায় এখানের প্রশাসন উঠে বসে।

কিন্তু সাগর থেকে ভেসে আশা এক লোক যার নাম রোস্তম তার তাণ্ডবে  সোহরাব কোম্পানির জৌলুস হারাতে বসে!  সোহরাব কোম্পানি এর শেষ দেখতে রোস্তমকে হত্যা করতে রওনা দেয়। সে কি পারবে রোস্তমকে হত্যা করতে? জানতে হলে দেখে ফেলুন অসাধারণ এই সিরিজটি।