ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Md Tamhid UL Islam
Stars ➤ Fs Nayeem, Nazira Mou, Tawsif Mahbub, Tariq Anam Ect.
Genres ➤ Thriller, Crime, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
ঢাকার অন্ধকার দুনিয়ায় দিনরাত রাজত্ব করে মিরাজ ভাই — নাম শুনলেই ভয় পায় সবাই। কিন্তু তাকে ধরতে মাঠে নামে এক সাহসী অফিসার, তাহসিন। সে আসলে আন্ডারকভার এজেন্ট — পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের একজন সদস্য। নিজের আসল পরিচয় লুকিয়ে, অপরাধ জগতের মাঝখানে ঢুকে পড়ে সে।
দিনের পর দিন গ্যাংয়ের ভেতরে মিশে গিয়ে তাহসিন জানার চেষ্টা করে কে আসলে মিরাজ ভাইয়ের পেছনের মূল চালক, আর কীভাবে তাকে ধরা যায়। কিন্তু যত গভীরে যায়, ততই সবকিছু জটিল হয়ে পড়ে। চারপাশে কেবল সন্দেহ, বিশ্বাসঘাতকতা আর বিপদ।
একসময় মিরাজ ভাইয়ের লোকেরা তার ওপর সন্দেহ করতে শুরু করে — এখন সামান্য একটা ভুল মানেই সব শেষ। নিজের জীবন বাঁচানো, মিশন শেষ করা, আর সত্যকে সামনে আনা — এই তিনটার মধ্যে এক অসম্ভব ভারসাম্য রাখতে হয় তাহসিনকে।
ঢাকার অন্ধকার গলি, গোপন ডিল, পুলিশের ফাঁদ আর মিরাজ ভাইয়ের ভয়ংকর খেলা— সবকিছুর মাঝে টিকে থাকার লড়াই শুরু হয় তাহসিনের। শেষ পর্যন্ত সে কি পারবে সত্যটা প্রকাশ করতে? নাকি এই অন্ধকারই তাকে গিলে ফেলবে চিরতরে?
