ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 5.1/10
Directors ➤ Shihab Shahin
Stars ➤ Afran Nisho, Shahiduzzaman Selim, Tama Mirza, Samiul Hafiz Etc.
Genres ➤ Action, Romance
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
নিশান, এক সাধারণ পরিবারের ছেলে। ছোটবেলা থেকে সাদামাটা জীবনেই বড় হয়েছে। কিন্তু হঠাৎ বড়লোক হওয়ার মোহে সে ভুল পথে পা বাড়ায়। পড়াশোনা ছেড়ে দেয়, শুরু করে এক্সপোর্ট-ইম্পোর্টের নামে চোরাচালানের ব্যবসা। নিয়মিতই সীমান্ত পাড়ি দিয়ে যাতায়াত করে ভারতে, আর সেখানেই তার পরিচয় হয় এক ভয়ংকর মাফিয়া রঞ্জিত সিংয়ের সাথে।

এদিকে তার দীর্ঘদিনের প্রেমিকা জেরিন এখন সম্পর্ককে পরিণতি দিতে চায়। বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু নিশান তখন অন্য জগতের মানুষ। একদিন হঠাৎ এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে খুনের মামলায়, আর তার সাজা হয় ১৪ বছরের জেল।

১৪ বছর পর নিশান যখন জেল থেকে বেরোয়, তখন দেখে—জীবন আর আগের মতো নেই। চারপাশ পাল্টে গেছে, মানুষ বদলে গেছে, সমাজের চোখে সে এখন এক দাগি আসামি। কেউ আর পাশে দাঁড়াতে চায় না, বিশ্বাস করতে চায় না তার বদলে যাওয়ার গল্প।

এখন শুরু হয় নিশানের জীবনের নতুন অধ্যায়। পুরনো ভুল আর অপরাধের ছায়া নিয়ে সে কি পারবে নিজের জন্য এক নতুন পথ খুঁজে নিতে? নাকি সমাজের ঘৃণা আর অবহেলার কাছে হার মানবে?

উত্তর জানতে হলে দেখতে হবে ‘নিশানের গল্প’—একজন ভুল পথ থেকে ফিরে আসতে চাওয়া মানুষের কঠিন বাস্তবতা আর টিকে থাকার সংগ্রাম। চমৎকার মুভিটি দেখে নিতে পারেন।