ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.3/10
Directors ➤ Mishuk Moni
Stars ➤ Sariful Razz, Shabnam Bubly, Fazley Zakaria, Saberi Alam Etc.
Genres ➤ Mystery, Romance
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
এই সিনেমার গল্পটা এমন এক প্রেমকে ঘিরে, যেটা থেমে গেছে মাঝপথে, কিন্তু শেষ হয়নি।

বৈশাখ নামের এক তরুণ, যিনি কাজ করেন মর্গে—সেখানে মৃতদেহ ধোয়া-মোছা করা, প্রস্তুত করা এসবই তার রুটিন কাজ। একদিন হঠাৎ একটা মৃত নারীর দেহ আসে সেখানে। বৈশাখ দেহটা দেখে স্তব্ধ হয়ে যায়।
এই তো, নোহর! তার এক সময়ের খুব কাছের মানুষ, তার ভালোবাসা, যাকে সে হারিয়েছিল অনেক বছর আগে।

নোহর আর বৈশাখ একসময় একে অপরকে ভালোবাসত খুব। কিন্তু সমাজ-পরিবারের বাধায় সেই সম্পর্ক টেকেনি। নোহরকে জোর করে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। বৈশাখ আর ওকে ফিরে পায়নি, শুধু বুকের ভেতর জমে থাকা স্মৃতি নিয়ে বেঁচে থেকেছে।

এখন, এত বছর পর, সেই নোহরের মৃতদেহ সামনে পেয়ে বৈশাখ ভেতর থেকে ভেঙে পড়ে। তার মনে পড়ে, একদিন নোহর বলেছিল—
"একটা দিন যদি তোর স্ত্রী হয়ে থাকতে পারতাম…"

এই কথাটা মাথায় ঘুরতে থাকে, আর তখনই সে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়—নোহরের লাশটা নিয়ে পালিয়ে যাবে!
তবে এটা কোনো অমানবিক বা ভয়ংকর কিছু না। সে শুধু চায়, নোহরের সেই ছোট্ট ইচ্ছেটা যেন অন্তত একদিনের জন্য হলেও সত্যি হয়।

তাই বৈশাখ নোহরের দেহ নিয়ে একটা নিঃশব্দ যাত্রা শুরু করে। সে চায় একদিন, মাত্র একটা দিন, ওর সঙ্গে কাটাতে। যেন সেই স্বপ্নের সংসার, ছোট ছোট কথা, চুপচাপ পাশাপাশি বসে থাকা—সবকিছুর একটা ছায়া হলেও রচনা করতে পারে।

এই একদিনে বৈশাখ কথা বলে, সাজায়, গল্প করে, পুরনো স্মৃতিগুলো একে একে খুলে বসে। যদিও নোহর কথা বলে না, তার শরীর নিস্তেজ, কিন্তু বৈশাখ যেন তার ভালোবাসা দিয়েই সেই শূন্যতাকে পূর্ণ করে তোলে।