ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 5.0/10
Directors ➤ Sourav Chakraborty
Stars ➤ Rajatabha Dutta, Solanki Roy, Imran Hasnee, Rupanjana Mitra Ect.
Genres ➤ Thriller
Language ➤ Bangla, Hindi
Country ➤ India
Platform ➤ hoichoi & Amazon Video
মৃণাল সেন এক ব্যর্থ পরিচালক। কেউই তার কথার গুরুত্ব দেয় না তবে উনার অ্যাসিস্ট্যান্ট বিশ্বাস করেন এক দিন না এক দিন অবশ্যই মৃণাল সেন ভাল সিনেমা তৈরি করতে পারবেন।
এই টানাপড়েনের মধ্যে একদিন মৃণাল সেন ঝরিয়াতে সিনেমা তৈরির কাজ পান। অনেক টাকার অফার করা হয়েছে সিনেমাটি বানানোর জন্য। ঝরিয়া ধানবাদের খাদান এলাকা। মাফিয়াদের রাজত্ব সেখানে।
সেখানে পৌঁছে পরিচালক মৃণাল বুঝতে পারেন তাঁকে যে সিনেমাটি করতে ডাকা হয়েছে এর সঙ্গে তাঁর মূল্যবোধ ও আদর্শ মেলে না। কিন্তু তিনি ঠিকি বুঝতে পারেন, ছবিটা না বানালে তারা কেউই আর প্রাণে বেঁচে ফিরতে পারবেন না। তারপর কি হয় জানতে হলে দেখতে হবে অসাধারণ এই ওয়েব সিরিজটি।
এই টানাপড়েনের মধ্যে একদিন মৃণাল সেন ঝরিয়াতে সিনেমা তৈরির কাজ পান। অনেক টাকার অফার করা হয়েছে সিনেমাটি বানানোর জন্য। ঝরিয়া ধানবাদের খাদান এলাকা। মাফিয়াদের রাজত্ব সেখানে।
সেখানে পৌঁছে পরিচালক মৃণাল বুঝতে পারেন তাঁকে যে সিনেমাটি করতে ডাকা হয়েছে এর সঙ্গে তাঁর মূল্যবোধ ও আদর্শ মেলে না। কিন্তু তিনি ঠিকি বুঝতে পারেন, ছবিটা না বানালে তারা কেউই আর প্রাণে বেঁচে ফিরতে পারবেন না। তারপর কি হয় জানতে হলে দেখতে হবে অসাধারণ এই ওয়েব সিরিজটি।