ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 7.2/10
Directors ➤ Kaushik Ganguly
Stars ➤ Dev, Subhasree Ganguly, Rudranil Ghosh, Imran Nazim Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Review Bazar Movies
ভানু সিংহ নামে এক লোক ছিল, চা-বাগানে চাকরি করত। একেবারে সাধারণ জীবন। কিন্তু তার ছোট ভাই রবিকে কয়েকজন দুষ্টু রাজনীতি আর টাকার জোরে চলা মানুষ মেরে ফেলে। শুধু তাই না, তাদের বাবা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল বলেই পুরো পরিবারটার উপর ঝড় নেমে আসে। এই অন্যায় সহ্য করতে না পেরে ভানু সবকিছু ছেড়ে পালিয়ে যায় অরুণাচল প্রদেশে। সেখানে গিয়ে জড়িয়ে পড়ে একদল চরমপন্থীর সঙ্গে, যাদের নেতা ছিল “চিফ”।

কিন্তু ভানুর মন তো পড়ে থাকে তার শৈশবের শহর মোহুঙ্গঞ্জে। সেখানে ছিল তার বন্ধু যোগেশ, যে ডাকঘরে পোস্টম্যানের কাজ করে। একদিন ভানু ছদ্মবেশ ধরে, নাম নেয় ইন্দ্রনাথ খাসনবিস, আর ফিরে আসে নিজের শহরে। বাইরে থেকে সে অন্য রকম মনে হলেও, আসলে তার ভিতরের আগুন তখনো জ্বলছিল—ভাই আর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বলেই সে ফিরেছিল।

শহরে ফিরে সে আবারো মানুষজনের সঙ্গে মিশতে থাকে, পুরনো সম্পর্কগুলো খুঁজে পায়। কিন্তু তার আসল লক্ষ্য ছিল অপরাধীদের শাস্তি দেওয়া। সেই পথে চলতে গিয়েই সে নিজের জীবনকেও বাজি রাখে। শেষ পর্যন্ত ভানুর গল্পটা হয়ে দাঁড়ায় প্রতিশোধের গল্প, আবার একই সঙ্গে আত্মত্যাগেরও—কারণ সে জানত এই লড়াই থেকে সে হয়তো ফিরতে পারবে না।

মানে এক কথায়—‘ধূমকেতু’ হচ্ছে এমন এক মানুষের গল্প, যে নিজের পরিবার হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে ছদ্মবেশ ধরে ফিরে আসে, আর নিজের জীবন দিয়েই প্রতিশোধের মিশন শেষ করে।