ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Sharaf Ahmed Jibon
Stars ➤ Mosharraf Karim, Parsa Evana, Sharaf Ahmed, Tanzika Ect.
Genres ➤ Comedy, Drama & Family
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
মোসারফ করিম অনেকদিন পর ফের ঝড় তুলতে এসেছেন OTT প্ল্যাটফর্মে, “মিনিস্ট্রি অফ লাভ”-এর ষষ্ঠ ওয়েব ফিল্ম ডিমলাইট নিয়ে। এখানে তাকে দেখা যাবে এক কমেডিয়ান চরিত্রে, আর তার সঙ্গে আছেন শরাফ আহমেদ জীবন—এই ফিল্মে তিনি শুধু অভিনয়ই করেননি, পরিচালনাও করেছেন!
কিন্তু মজার ব্যাপার হলো—ফিল্মে মোসারফ করিম কমেডিয়ান হলেও, তার জোকস শুনে দর্শকরা তেমন হাসতেই চায় না। সেদিকে বাসার ভেতরেও সমস্যা কম নয়। তার মা বউটিকে একদমই পছন্দ করে না—ছোটখাটো কিছু হলেই ঝগড়া, দোষ ধরা, চেঁচামেচি। এতে মোসারফ করিমের বউ রীতিমতো বিরক্ত ও ক্লান্ত।
এদিকে হঠাৎ করেই মোসারফ করিমের জীবনে আসে পার্সা ইভানা। বিভিন্ন অনুষ্ঠানে নাচ করেন ইভানা, আর সৌন্দর্যে–চলনে তিনি যেকোনো পুরুষের দৃষ্টি কাড়েন। মোসারফ করিমও তার ব্যতিক্রম নয়—ইভানার প্রতি তারও টান অনুভূত হয়।
এরপর থেকেই মোসারফ করিমকে দেখা যায় অদ্ভুতভাবে চনমনে, খুশিমুখে। স্বাভাবিকভাবেই তার বউ বিষয়টি লক্ষ্য করে, আর সেখান থেকেই সন্দেহ–ঝামেলার নতুন অধ্যায় শুরু হয়। সত্যিই কি মোসারফ করিম পরকীয়ায় জড়িয়ে পড়েছে? নাকি গল্পের পেছনে আছে আরও অন্য কিছু?
সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বস মোসারফ করিমের দারুণ এই ওয়েব ফিল্মে ডিমলাইট-এ। একদিকে শরাফ আহমেদ জীবন অভিনয় করছেন, আবার তিনিই পরিচালনা করেছেন—ভাবা যায়! তাহলে ফিল্মটি কতটা জমবে, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন।
দেখে ফেলুন এখনই, আর দেখে আমাদের গ্রুপে রিভিউ জানাতে ভুলবেন না!
