ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Rashed Raha
Stars ➤ Abu Hurayra Tanvir, Pran Roy, Quazi Nawshaba Ahmed, Tanha Tasnia Etc.
Genres ➤ Mystery, Drama, Romance
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Bongo
রাতে রহস্যজনক ভাবে খুন হয়ে যান জনপ্রিয় চলচিত্র নায়িকা সায়লা চৌধুরী। সারাদেশে হৈচৈ শুরু হয়ে যায়। কে খুন করল সায়লা কে? কে খুন করল? এত নির্মমভাবে তাকে হত্যা করতে পারল খুনি? খুনিকে ধরতে মাঠে নামে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

এদিকে মেডিকেল রিপোর্ট বলছে ভিকটিম নায়িকা কে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রহস্য আরও ঘনীভূত হতে থাকে। খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে। জনগণ অসন্তুষ্ট তারা চায় প্রকৃত খুনির বিচার। পুলিশের উপর চাপ বাড়তে থাকে।

সন্দেহের তালিকায় উঠে আসে নায়িকার বয় ফ্রেন্ডের উপর। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছু প্রমাণ হয় না। তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ তারপর আরও একজনকে সন্দেহ করে পুলিশ যে কিনা প্রায় নায়িকাকে তার আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করত।

এমন সময় আরও আজব ঘটনা ঘটে! মেডিক্যাল রিপোর্ট এবার অন্য কিছু আসে! সেটা হচ্ছে নায়িকাকে আসলে হত্যার আগে ধর্ষণ করা হয়নি! তাকে ধর্ষণ করা হয়েছে হত্যার পরে! অবাক হয়ে যায় পুলিশ! কে করতে পারে এই ন্যাকারজনক কাজ।

সব সন্দের তীর এবার ডোমের উপর যায় যে কিনা লাশ কাটে। শুরু হয় খুনি কে ধরার নতুন পরিকল্পনা। পুলিশ কি পারবে আসল খুনিকে ধরতে? নাকি অধরাই থেকে যাবে? তৈরি হবে বাংলাদেশের বুকে আরও একটি অসমাপ্ত ঘটনা। জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই সিরিজটি।