ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.6/10
Directors ➤ Keerthiswaran
Stars ➤ SPradeep, Mamitha, R. Sarathkumar, Hridhu Haroon Ect.
Genres ➤ Action, Comedy, Drama, Romance
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Netflix
আরাভিন্দ—বন্ধুরা তাকে ডাকে “ডিউড” নামে। কারণ সে এমনই—নিজের মতো চলা, জীবনকে খুব সহজে নেওয়া, কোনোরকম বন্ধন বা দায়িত্বের ঝামেলায় না জড়ানো। প্রেম? ওটা তার অভিধানে নেই। তার বিশ্বাস, সে কখনোই সেই গভীর, শ্বাসরুদ্ধকর ভালোবাসায় পড়বে না… যতক্ষণ না কুরালের সাথে দেখা হয়।

প্রথম দেখাতেই কুরাল যেন আরাভিন্দের সাজানো বিশ্বাসের দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণত হয় এমন এক ভালোবাসায়, যেটা তাদের দু’জনকেই বদলে দেয়। কিন্তু ভালোবাসা যত গভীর হয়, ততই প্রকাশ পায় আরাভিন্দের আড়ালে চেপে রাখা ভয়—হারা যাওয়ার ভয়, অসম্পূর্ণতার ভয়… আর সেই ভয়ই জন্ম দেয় ভয়ানক জেলাসি ও নিয়ন্ত্রণের বাতিক।

এভাবেই শুরু হয় ভাঙনের পথ।
ছোট ছোট অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। একটা ভুল সিদ্ধান্ত, একটা তীব্র ঝগড়া—আর তারই পরিণতি হিসেবে দু’জনের পথ আলাদা হয়ে যায়।

কিন্তু এখানেই শেষ নয়।

রাগ আর আঘাতে অন্ধ হয়ে আরাভিন্দ তখন এমন এক সিদ্ধান্ত নেয়, যেটা তাকে চিরদিনের জন্য কুরালের জীবনের বাইরে ছুঁড়ে ফেলতে পারে। শুধু কুরাল নয়—নিজের পরিবার, তার সমর্থন, তার অস্তিত্ব—সবকিছুই ঝুঁকির মুখে পড়ে যায়।

এরপর শুরু হয় আসল গল্প।
পর্দায় একের পর এক টুইস্ট—কুরালের লুকানো অতীত, আরাভিন্দের ভুলের পর ভুল, আর তার নিজের অহংকার ভেঙে পড়ার মুহূর্তগুলো দর্শককে ধরে রাখে শেষ পর্যন্ত।

আরাভিন্দকে শেষ পর্যন্ত মুখোমুখি হতে হয় সেই কঠিন সত্যের—
ভালোবাসা শুধু অধিকার নয়, দায়িত্ব।
ভালোবাসা শুধু পাওয়া নয়, নিজের ভুল স্বীকার করে তাকে ধরে রাখার লড়াইও।

গল্পের ক্লাইম্যাক্সে আসে সেই বড় প্রশ্ন—
ডিউড কি তার পুরোনো অহংকার ভেঙে, নিজের ভুল直 করে, সেই মানুষটাকে ফেরাতে পারবে? নাকি তার বেপরোয়া সিদ্ধান্তই তাকে সবকিছু হারানোর দিকে ঠেলে দেবে?