ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 8.1/10
Directors ➤ Dinjith Ayyathan
Stars ➤ Narain, Sandeep Pradeep, Saheer, Binu Pappu, Sim Zhi Fei Ect.
Genres ➤ Mystery & Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Eko (2025) এমন এক সিনেমা, যেটা ধীরে ধীরে তোমাকে নিজের ভেতরে টেনে নেয়। কোনো হইচই করা অ্যাকশন বা অযথা নাটকীয়তা নেই, কিন্তু একটা অদ্ভুত চাপা টেনশন শুরু থেকেই কাজ করতে থাকে। পাহাড়, কুয়াশা, নীরবতা আর মানুষের চোখে লুকানো না-বলা কথা—সব মিলিয়ে সিনেমাটার আবহটাই আলাদা। দেখার সময় বারবার মনে হবে, এখানে কিছু একটা ঠিক নেই… কিন্তু ঠিক কী, সেটা জানতে হলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত যেতে হবে।
গল্পটা এমনভাবে এগোয় যে, একটার পর একটা ছোট ঘটনা জুড়ে গিয়ে বড় একটা রহস্য তৈরি করে। চরিত্রগুলো খুব সাধারণ মানুষ, কিন্তু তাদের আচরণ, কথা বলার ধরন আর নীরবতায় অনেক কিছু লুকিয়ে থাকে। কেউ পুরোটা খুলে বলে না, আবার কেউ এমনভাবে সত্য ঢেকে রাখে যে দর্শক নিজেই ভাবতে বাধ্য হয়—কে ঠিক, কে ভুল, আর আসল সত্যটাই বা কী?
এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশ আর গল্প বলার ভঙ্গি। এখানে প্রকৃতি শুধু ব্যাকগ্রাউন্ড না, গল্পেরই একটা অংশ। পাহাড়ি এলাকা, জঙ্গল আর নির্জন বাড়িগুলো যেন নিজেরাই কথা বলে। আর সেই সঙ্গে মানুষের লোভ, ভয়, অতীতের ছায়া আর বর্তমানের দ্বন্দ্ব—সব একসাথে মিশে একটা গভীর অনুভূতি তৈরি করে।
Eko এমন একটা সিনেমা, যেটা দেখার পর হুট করে ভুলে যাওয়া যায় না। শেষ হলেও মাথার ভেতরে প্রশ্ন ঘুরতেই থাকে, কিছু দৃশ্য বারবার মনে পড়ে। যারা ধীরগতির, রহস্যময় আর চিন্তা জাগানো সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একবার হলেও দেখা উচিত। তাড়াহুড়ো করে নয়, সময় নিয়ে, মন দিয়ে দেখার মতো একটা অভিজ্ঞতা।
