ডাউনলোড লিংক নিচে
IMDb Rating ➤ 5.0/10
Directors ➤ Scott Waugh
Stars ➤ Jason Statham, Megan Fox, Iko Uwais, Sylvester Stallone, Levy Tran Etc.
Genres ➤ Action, Adventure, Thriller, War
Language ➤ English
Country ➤ U.S
Platform ➤ Amazon Prime
বিমান ক্র্যাশ হওয়ায় ভাবলাম এবার বুঝি বার্নে এক্সপেন্ডাবলস থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু ট্রাস্ট মি ব্রো এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই এক্সপেন্ডাবলস ৪।শুধু এক্সপেনডাবেলস ৪ই কেন, ফাস্ট & ফিউরিয়াস ১০ এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই।আগের পার্ট গুলাতে এরচেয়ে জোশ অ্যাকশন ছিল।
কিন্তু রিসেন্ট গুলাতে অ্যাকশন তেমন চোখে পড়ার মতো না। হলিউডের এসব জনপ্রিয় অ্যাকশন সিরিজের অপেক্ষায় থাকি যেন দারুন কিছু অ্যাকশন দেখতে পারি কিন্তু তার কিছুই তেমন হলো না। হলিউডের এইসব অ্যাকশন ফিল্ম সিরিজে গল্প যেমন তেমন প্রধান ফোকাস টাই থাকে অ্যাকশনের দিকে।সেটা ভাল না হলে গল্প টার দিক মন যায়।সেটাও ভাল না হলে টাটা বাই বাই খতম গায়া।
থাইল্যান্ডের মার্শাল আর্টিস্ট টনি জা আর ইন্দোনেশিয়ান মার্শাল অ্যাক্টর ইকো ওয়াইজের অন্যান্য সিনেমা তে যেমন দুর্দান্ত মার্শাল অ্যাকশন থাকে সেইভাবে কাজে খাটানো হয় নাই তাদের।মুগ্ধ হয়ে দেখি তাদের অ্যাকশন আমি।
লাস্ট জ্যাসন আর ইকোর ফাইট সিকুয়েন্স হলো ভাবলাম ২ জনই মার্শাল এক্টার দারুন কিছু ফাইট সিন পাব। না দেখতে না দেখতেই খতম।মিনিমাম ১০-১৫ মিনিট হওয়া উচিত ছিল। লাস্ট যতদূর মনে পড়ে ২৩ সালে অ্যাকশনের দিক দিয়ে জন উইক ৪,এক্সট্রাকশন ২ আর এভাটারই জোশ লাগছিল।যদিও এক্সট্রাকশন বেশি উপভোগ করছি। এক্সপেনডাবলস ৪ আপনার কেমন লাগছে জানাবেন।