ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.7/10
Directors ➤ Kamaleswar Mukherjee
Stars ➤ Tota Roy, Kalpan Mitra, Anirban, Chiranjeet Chakrabarti Ect.
Genres ➤ Adventure, Crime & Mystery
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Hoichoi
ফেলুদার জীবনে এমন সফর নতুন নয়, কিন্তু সব সফর যে একরকম হয় না—এটা তিনি খুব ভালো করেই জানেন। তবুও মহিতোষ সিংহ রায়ের বিশাল, খানিকটা রহস্যে ঢাকা বাড়িতে যাওয়ার সময় ফেলুদা, তোপসে আর জটায়ুর ধারণা ছিল, কয়েকটা দিন নিশ্চিন্তে কাটবে। একটু আড্ডা, পুরোনো গল্প, আর শহরের কোলাহল থেকে দূরে শান্ত একটা সময়।
কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ টেকে না।
একটা অদ্ভুত ধাঁধা, যার মানে কেউই প্রথমে ঠিক বুঝতে পারে না, ধীরে ধীরে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তার পরেই ঘটে যায় এক অপ্রত্যাশিত মৃত্যু—যা পুরো পরিবেশটাকেই পাল্টে দেয়। প্রশ্নের পর প্রশ্ন জমতে থাকে, আর সেই সঙ্গে সামনে আসে বহুদিনের পুরোনো এক গুপ্তধনের কিংবদন্তি, যার শিকড় গিয়ে ঠেকে জঙ্গলের গভীরে।
এই রহস্য আর লোভের টানে সবাই যেন অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায়। কিন্তু জঙ্গল মানেই শুধু ধন নয়—জঙ্গল মানে বিপদ, অজানা ভয় আর মৃত্যুর ছায়া। সময় যত গড়ায়, ততই বোঝা যায়, এই ধাঁধার সমাধান না হলে আরও ভয়ংকর কিছু ঘটে যেতে পারে।
এখন সব দায় গিয়ে পড়ে ফেলুদার ওপর। ঠান্ডা মাথা, তীক্ষ্ণ বুদ্ধি আর অভিজ্ঞতার জোরে তাকে খুঁজে বের করতে হবে সত্যটা—কে মিথ্যে বলছে, কে লুকিয়ে আছে, আর গুপ্তধনের গল্প আসলে কতটা সত্য।
রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় ভরা এই সিরিজটা শুধু ফেলুদার আরেকটা কেস নয়—এটা এমন এক যাত্রা, যা শেষ না দেখা পর্যন্ত চোখ সরানো কঠিন।
