ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.5/10
Directors ➤ Ilya Naishuller
Stars ➤ Priyanka Chopra, John Cena, Idris Elba, Paddy Considine Etc.
Genres ➤ Action, Thriller
Language ➤ Hindi
Country ➤ U.S.A
Platform ➤ Prime Video
একদিন হঠাৎ করেই ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দেশের দুই হেভিওয়েট নেতা—একজন আমেরিকার প্রেসিডেন্ট, আরেকজন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্ট উইল (জন সেনা), লোকটা যত না রাষ্ট্রনেতা, তার চেয়ে বেশি যেন হলিউডি অ্যাকশন হিরো। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যাম (ইদ্রিস এলবা)—একজন সাবেক সেনা অফিসার, ঠাণ্ডা মাথার লোক, সবসময় গম্ভীর মুখে চলাফেরা।

এই দুইজন প্রথমে আসে এক আন্তর্জাতিক মিটিংয়ে। কিন্তু মিটিং মিটিং না থেকে এক সময় হয়ে যায় ধ্বংসযজ্ঞ। তাদের ওপর চালানো হয় প্রাণঘাতী হামলা। হুট করেই বোঝা যায়—তাদের জীবনের পেছনে লেগেছে একটা ভয়ংকর আন্তর্জাতিক চক্র, যাদের টার্গেট হচ্ছে শুধু দেশ না, গোটা দুনিয়ার শান্তি।

এদিকে অন্য প্রান্তে কাজ করছে MI6-এর স্পেশাল এজেন্ট নোয়েল (প্রিয়াঙ্কা চোপড়া)। সে খুঁজছে এক দুষ্টু অস্ত্র ব্যবসায়ীকে—গ্রাডভ। খোঁজ নিতে নিতে জড়িয়ে পড়ে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর কেসে।

তাদের এখন আর প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী বলে কেউ বাঁচাবে না—নিজেদের রক্ষা করতে নিজেরাই নামতে হয় মাঠে। শুরু হয় অ্যাকশন, ধাওয়া, হেলিকপ্টার স্টান্ট, প্লেন থেকে ঝাঁপ—এক কথায় যা যা দেখা যায়, সব।

শুরুতে দুইজন একে অপরকে সহ্যই করতে পারে না—প্রতিটা কথা যেন ঝগড়ার রসদ। কিন্তু যত দিন যায়, বিপদ যত ঘনিয়ে আসে, তারা তত বুঝতে থাকে—বন্ধুত্ব না করলে এই লড়াই জেতা যাবে না।

গল্পে আরও আছে CIA এজেন্ট, রাজনৈতিক ষড়যন্ত্র, সাসপেন্স, আর একটু একটু রোমাঞ্চ। শেষদিকে গিয়ে যখন সত্য উন্মোচিত হয়, তখন বোঝা যায়—এই দুই ‘হেভিওয়েট’ আসলে মানুষ হিসেবেও অসাধারণ।

সব মিলিয়ে, এই সিনেমা হলো এক জমজমাট অ্যাকশন-কমেডির খেলা—যেখানে রাষ্ট্রপতির চেয়েও বড় হলো বন্ধুত্ব আর টিমওয়ার্ক। আপনি চাইলে সিনেমাটি দেখে নিতে পারেন।