ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 5.5/10
Directors ➤ Won-sub Choi
Stars ➤ Kwon Sang-woo, Lee Ji-won, Jeong Jun-ho, Hwang, Ryu Ect.
Genres ➤ Action, Comedy
Language ➤ Hindi
Country ➤ Korea
Platform ➤ Prime Video
ভাবো তো, তুমি একটা গল্প লিখছ — একদম কল্পনার। কিন্তু হঠাৎ দেখলে, তোমার গল্পের ঘটনাগুলো একে একে বাস্তবেই ঘটতে শুরু করেছে! ঠিক এমনই ভয়ংকর মোড় নিয়েছিল জুন নামের এক ওয়েবটুন লেখকের জীবন।

জুন পরিচিত “Assassination Agent Jun” নামে — তার লেখা ওয়েবটুন প্রথম সিজনেই সাড়া ফেলে দিয়েছিল। পাঠকেরা তাকে নতুন প্রজন্মের প্রতিভা বলত। কিন্তু সিজন ২ শুরু হতে না হতেই আইডিয়া যেন শুকিয়ে গেল। মাথায় কিছুই আসছে না। একদিন ইনবক্সে আসে একটা রহস্যময় ইমেইল — যার ভেতরে ছিল একটা গল্পের খসড়া, ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয়।

জুন ভাবল, এটাই হয়তো তার ফিরে আসার সুযোগ। সে সেই ইমেইলের প্লট ধরে লেখা শুরু করে দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই দেশজুড়ে ঘটে যায় একের পর এক সন্ত্রাসী হামলা — যেভাবে সে তার ওয়েবটুনে লিখেছিল ঠিক সেভাবেই!

মিডিয়া উত্তাল, মানুষ আতঙ্কে, আর নিরাপত্তা সংস্থা NIS ভাবে — জুনই হয়তো এসব ঘটনার মূল হোতা!

এক মুহূর্তে পুরো পৃথিবী ওর বিপক্ষে চলে যায়। নিজের তৈরি কল্পনা এখন ওর জন্য বাস্তব দুঃস্বপ্ন। পালাতে হয়, লুকোতে হয়, আর নিজের নির্দোষতা প্রমাণের লড়াই শুরু হয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।

ধীরে ধীরে জুন বুঝতে পারে, কেউ একজন তার গল্পকে ব্যবহার করছে বাস্তব অপরাধ ঢাকতে। কিন্তু সে কে? আর কীভাবে তার মাথার ভেতর ঢুকে গেছে এই মানুষটা? উত্তর খুঁজতে গিয়ে জুন এমন এক সত্য জানতে পারে, যা তার জীবনই উলটে দেয় — যেখানে কল্পনা আর বাস্তবের মাঝে কোনো সীমা থাকে না।

শেষে, নিজের লেখা গল্পের নায়ক আর অভিযুক্ত আততায়ী হয়ে যায় একই মানুষ — জুন নিজেই।

💭 “Hitman 2 (2025)” শুধু একটা অ্যাকশন থ্রিলার না, এটা এক ভয়ংকর প্রশ্নও ছুঁড়ে দেয় — আমাদের কল্পনা যদি একদিন বাস্তব হয়ে যায়, তখন দায়টা কার?”