ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 5.7/10
Directors ➤ Kajal Arefin Ome
Stars ➤ Ziaul Hoque Polash, Marzuk Russell, Mishu Sabbir, Parsa Evana Ect.
Genres ➤ Comedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤  Bongo
হোটেল রিলাক্স এর মূল থিম ছিলো কমেডি। কিন্তু পুরো ওয়েব সিরিজ মিলিয়ে এক লাইন হাসতে পারি নাই। প্রত্যেক ইপিসোডের শেষ এ টুইস্ট দিতে যেয়ে পরের পর্বের সাথে কানেক্ট করতে পারেনি।

এতোগুলো মেইন ক্যারেক্টার রাখছে, শুধু চেষ্টা করছে সব ক্যারেক্টারকে শেষে একসাথে হোটেলে নিয়ে আসা। পলাশ মেয়েদের প্রেমে রাজি করিয়ে হোটেলে নিয়ে আসে, তার বন্ধু রুমে প্রবেশ করে টাকা চায়, পরে টাকা ভাগ করে নেয়।

আর এদিকে মারজুক রাসেল তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য বিয়ে বাড়ি থেকে তুলে হোটেলে নিয়ে আসে, আর এদিকে ডাকাতি করে ডাকাত দল হোটেলের ভাড়া করা রুমে উঠে। আর কিছু বলব না আপনি নিজেই দেখে নিন।