ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 3.7/10
Directors ➤ Tarun Mansukhani
Stars ➤ Akshay Kumar, Abhishek Bachchan, Riteish Deshmukh, Jacqueline Etc.
Genres ➤ Comedy, Drama, Mystery, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
রণজীত ডোবরিয়াল নামে একজন ধনকুবের, তার ১০০তম জন্মদিন বিলাসবহুল ক্রুজ জাহাজে পালন করছিলেন। কিন্তু আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়—হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। এই খবরে তার ছেলে দেব আর পুরো স্টাফরা স্তব্ধ হয়ে যায়। তবে কোম্পানির শেয়ারের দাম পড়ে যেতে পারে এই ভয় থেকে, তার মৃত্যু গোপন রাখা হয়।
এরপর ডোবরিয়ালের আইনজীবী তার উইল পড়ে শোনান, যেখানে লেখা আছে—তার সব সম্পত্তি যাবে ‘জলি’ নামে এক ছেলের নামে, যে তার প্রথম স্ত্রীর ঘরের সন্তান।
কিন্তু গোল বাধে তখন, যখন হঠাৎ করে তিনজন লোক হাজির হয়—জলাবুদ্দিন, জলভূষণ আর জুলিয়াস—প্রত্যেকেই নিজেকে ‘জলি’ দাবি করে, আর প্রত্যেকের সঙ্গেই আবার একেকজন স্ত্রী।
তখন দেব বলে, আর ঝামেলা নয়, ডিএনএ টেস্ট করালেই আসল জলি কে সেটা বের হয়ে যাবে। পরদিন সকালে টেস্টের রিপোর্ট আসবে—এই পর্যন্ত সবাই মিলে রাতভর মজায় মেতে ওঠে ক্রুজে।
কিন্তু সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে, তখন কেউই গতরাতের কিছুই মনে করতে পারে না!
এরই মাঝে ঘটে আরেকটা চমক – যে ডাক্তার ডিএনএ রিপোর্ট নিয়ে আসার কথা ছিল, সে খুন হয়ে গেছে। সবাই হতবাক! এখন সন্দেহ পড়ে যায় তিনজন ‘জলি’ আর তাদের বউদের ওপর, কারণ রিপোর্টটা ফাঁস হলে বোঝা যেত কারা আসল আর কারা নকল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, দেব আর তার টিম সবাইকে ক্রুজের একটা লকআপে বন্দি করে রাখে—ইন্টারপোল আসা পর্যন্ত।
এদিকে আরও দুই চরিত্র—দুইজন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার, বাবা আর ভিড্ডু। ওরা ভাবে এই কেসটা সমাধান করলে হয়তো চাকরিটা ফিরে পাবে।
কিন্তু যত দিন যায়, ক্রুজে ঘটতে থাকে আরও রহস্যময় ঘটনা আর নতুন নতুন খুন।