IMDb rating ➤ 7.4/10
Directed by ➤ Nelson Dilipkumar
Starring ➤ Rajinikanth, Vinayakan, Ramya Krishnan, Vasanth Ravi
Quality ➤ 1080p
RunTime ➤ 168 minutes
Language ➤ Hindi
Country ➤ India
মুভিটা বেশ ভাল লেগেছে আমার।রজনীকান্ত এর বয়স বাড়ে আর তার অভিনয় যেন ততটাই নিখুঁত হতে থাকে।প্রথমে তার ছেলেকে আটক করে নেয়।

তারপর তার আসল রূপ বের হয়।তার ছেলে হচ্ছে পুলিশ অফিসার।মুভিতে যে ভিলেন এর অভিনয় করে তার নাম ভার্মা।তার অভিনয় দারুণ লেগেছে। এক পাক্কা সলিড খলনায়ক এর অভিনয় করে সে। রজনীকান্ত তার ছেলের জীবন বাচানোর জন্য সে ভার্মার দাবী পূরণে নেমে পড়ে।

শেষমেষ কি হয় তা জানার জন্য মুভিটা আপনাদের দেখা উচিত। যে ছেলের জন্য এত প্রচেষ্টা চালায় শেষ পর্যন্ত কতটা সার্থক হয় তার জন্য আমি বলি দেখেন জেইলার।  দিন যতই এগুচ্ছে এই মানুষ যেন তার স্টাইল বদলাচ্ছে। আসলেই অসাধারণ মুভিটি।