ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.6/10
Directors ➤ Piplu Khan
Stars ➤ Jaya Ahsan, Mohsin Akhtar, Tanjim Saiyara Totini, Mohsina Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
কোভিডের লকডাউনে পুরো পৃথিবী থমকে গিয়েছিল। সিনেমার ঝলমলে দুনিয়ার এক নামী অভিনেত্রী, যিনি সারাজীবন ক্যামেরার আলো আর ভিড়ের মধ্যে কাটিয়েছেন, হঠাৎ একদিন নিজেকে খুঁজে পেলেন একেবারে বন্ধ ঘরের ভেতর। তার পাশে রয়ে গেল কেবলমাত্র বাড়ির কাজের মহিলা—একজন সাদাসিধে গৃহকর্মী, যিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ।

শুরুতে দু’জনের মাঝে ছিল একধরনের অস্বস্তি, দূরত্ব আর অচেনাভাব। অভিনেত্রী অভ্যস্ত বিলাসী জীবনে, আর গৃহকর্মী অভ্যস্ত কষ্টের সংসার চালাতে। কিন্তু দিন গড়াতে গড়াতে একসাথে খাওয়া, গল্প করা, কিংবা টিভিতে খবর দেখা—এসব ছোট ছোট মুহূর্তে তারা একে অপরের দিকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে আসতে থাকে। যেন দুই ভিন্ন তীরে দাঁড়িয়ে থাকা মানুষ মাঝপথে এসে হাত মেলালো।

কিন্তু লকডাউন যত দীর্ঘ হলো, ততই শুরু হলো অন্যরকম চাপ। একঘেয়েমি, একাকিত্ব আর মনের ভেতরের অজস্র টানাপোড়েন ধীরে ধীরে ভাঙতে শুরু করল সেই নরম সম্পর্ককে। অভিনেত্রীর অহংকার, গৃহকর্মীর অভিমান—এমন সব আবেগের দেয়াল আবারও তাদের মাঝে দাঁড়িয়ে গেল।

শেষমেশ তারা বুঝল, এক ছাদের নিচে থেকেও মানুষের ভেতরের দুনিয়া কতটা আলাদা হতে পারে। আর সেই দুনিয়ার ফারাক কখনোই পুরোপুরি মুছে যায় না।