ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 2.6/10
Directors ➤ Nader Chowdhury
Stars ➤ Puja Cherry Roy, Ziaul Roshan, Sajal Noor, Afp Ect.
Genres ➤ Horror
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Bongo
রাফসান ও মোনা তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু তাদের এই ভালবাসা মোনার মা, মেনে নেয়নি। যার কারণে, তারা পালিয়ে বিয়ে করে ফেলে।

বিয়ের পর থেকেই শুরু হয় মোনার অদ্ভুত আচরণ! রাতে ঘুমের ঘোরে একা একা হাঁটে, ছাদের রেলিং এ হাঁটে। এসব সমস্যা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে রাফসান মোনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু, মোনা সুস্থ হয় না বরং তার অদ্ভুত জিনিস গুলো আরও বাড়তে থাকে।

পরবর্তীতে রাফসান তার সাইকলোজিস্ট বন্ধু বিজয়ের কাছে যায়, সমাধানের জন্য। মোনার অদ্ভুত আচরণ কি ঠিক হবে? কেনই বা তার সাথে এমন ঘটছে? এর সমাধান কি সম্ভব? সমাধাণ সম্ভব কি অসবভব জানতে হলে দেখতে হবে সিনেমাটি।