ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 3.5/10
Directors ➤ Kamruzzaman Roman
Stars ➤ Shajal, Nusraat Faria, Tania Ahmed, Nader Chowdhury Etc.
Genres ➤ Horror
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ iScreen
সুমনের কথাটা ভাবলেই গা ছমছম করে। ছেলে মারা গিয়েছিল—সবাই জানে, পুরো গ্রামে তখন শোকের ছায়া। কবর পর্যন্ত হয়ে গেছে। কিন্তু কয়েক মাস পর হঠাৎ একদিন... সুমন ফিরে আসে! না, স্বপ্ন নয়। একদম সত্যি সত্যি ফিরে আসে। হেঁটে আসে বাড়ির দরজায়, যেন কিছুই হয়নি!

গ্রামের মানুষ তো হতভম্ব! কেউ বিশ্বাস করে, কেউ ভাবে জিন-ভূতের ব্যাপার, আবার কেউ তো ভয়ে সামনে যেতেও চায় না।

ফারিয়া, একই গ্রামের মেয়ে, এখন শহরে মনোবিজ্ঞানে পড়ে। ঘটনাটা শুনে ও তো পুরো হতবাক! ছোটবেলা থেকে সুমনকে চেনে, জানে সে মরে গিয়েছিল। তাহলে এখন কীভাবে ফিরে এল?

ওর মাথায় হাজার প্রশ্ন। শেষমেশ সে তার শিক্ষক, বিজয় স্যারকে পুরো ঘটনাটা খুলে বলে। বলে, "স্যার, আপনি না সবসময় যুক্তির কথা বলেন? একবার আমাদের গ্রামে চলুন, দেখে আসুন। এটা স্বাভাবিক কিছু না।"

বিজয় স্যার একটু গম্ভীর ধাঁচের মানুষ। চোখে চশমা, মুখে যুক্তির ভাষা—অলৌকিক ব্যাপারগুলোতে একদমই বিশ্বাস নেই। তিনি ভাবলেন, “একটা মৃত মানুষ বেঁচে ফিরে এসেছে—এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি, হয়তো মানসিক রোগ কিংবা কিছু ব্যাখ্যাতীত ঘটনা।” তাই রাজি হয়ে গেলেন ফারিয়ার সঙ্গে গ্রামে আসতে।

কিন্তু গ্রামে আসার পর থেকেই অদ্ভুত সব জিনিস ঘটতে শুরু করল। মানুষজনের কথাবার্তা, রাতের নিশুতি, হঠাৎ আলো নিভে যাওয়া, কে যেন ছায়ার মতো পেছনে ঘোরাঘুরি—সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকল।

বিজয় স্যার যতই যুক্তির চোখে দেখতে চাইলেন, ততই যেন রহস্য গভীর থেকে গভীরতর হতে থাকল। একসময় তাঁর নিজেরই মাথা ঘুরে গেল—তিনি বুঝে উঠতে পারছেন না, তিনি যা দেখছেন সেটা বাস্তব, না কি তাঁর নিজের মানসিক কল্পনা!

তাহলে প্রশ্ন থেকেই যায়—সুমনের ফিরে আসাটা কি সত্যিই অলৌকিক কিছু? নাকি আমাদের বাস্তবের বাইরেও এমন কিছু আছে, যেটা বিজ্ঞান এখনো ধরতে পারেনি? জানতে হলে দেখে ফেলুন "জ্বীন ৩" মুভিটি।