ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 7.7/10
Directors ➤ V.K. Prakash
Stars ➤ Anupam Kher, Darshan Kumaar, Smriti Kalra, Neena Gupta Ect.
Genres ➤ Drama
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Amazon Prime Video
স্বতিস কৌশিকের মেয়ে দারুণ মেধাবী ছাত্রী। তার মেয়ে UPSC পরীক্ষায় সর্বচ্চো নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে। তার মেয়ে একদিন একটি জিনিস নামাতে গিয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেই মুহূর্তে রাস্তায় একটি রাজনৈতিক দলের রেলি চলছিল সে কারণে তাকে হসপিটালে নিতে দেরি হয়ে যায় ফলে মেয়েটি রাস্তায় মারা যায়। ডাক্তার বলে তাকে আর ১০ থেকে ১৫ মিনিট আগে হসপিটালে আনলে বাঁচানো যেত।

এরপর শুরু হয় সিনেমার আসল ঘটনা। কি সেই ঘটনা জানতে হলে দেখে ফেলুন অসাধারণ এই সিনেমাটি। নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখে নিন সিনেমাটি।