ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.3/10
Directors ➤ Suman Ghosh
Stars ➤ Mithun Chakraborty, Anumegha Kahali, Abir Chatterjee, Sohini Sarkar Etc.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Jio Studios
এই মুভিটার হিরো হলো একজন আফগান লোক, নাম রহমত। ও কাবুল থেকে আসে কলকাতায়, শুকনো ফল-বিভিন্ন জিনিস বিক্রি করে পেট চালায়। দেখতে যেমন গম্ভীর, আসলে তেমন না—ভেতরে ভেতরে খুবই স্নেহশীল আর আবেগী মানুষ।

কলকাতায় এসে একদিন পরিচয় হয় একটা দুষ্টু-মিষ্টি ছোট মেয়ের সাথে, নাম মিনি। মিনি সারাদিন খালি কথা বলে, নতুন মানুষ দেখলে তার সাথে ভাব জমায়, আর রহমতের সাথেও তেমন করেই বন্ধুত্ব হয়ে যায়। ওরা প্রতিদিন দেখা করে, গল্প করে, হাসে—একদম বাবার মতো করে মিনি রহমতের গায়ে লেগে থাকে।

এই বন্ধুত্বটা শুধু একটা খেলার সঙ্গীর মতো না—রহমত মিনির মধ্যে নিজের মেয়েকে দেখে, যে কাবুলে ওর জন্য অপেক্ষা করছে। আর মিনি রহমতের মধ্যে একরকম মায়া খুঁজে পায়, যেটা হয়তো ওর নিজের বাবাও দিতে পারে না।

কিন্তু হঠাৎ একটা গণ্ডগোল হয়ে যায়। রহমতের একজনের সাথে ঝামেলা হয়, মারামারি করে ফেলে আর সেই অপরাধে পুলিশ ওকে ধরে নিয়ে যায়।

অনেক বছর পর যখন রহমত জেল থেকে বের হয়, তখন মিনিকে দেখতে যায়। কিন্তু তখন মিনি আর সেই আগের ছোট্ট, চঞ্চল মেয়েটা নেই—সে বড় হয়ে গেছে, ওর নিজের জগৎ তৈরি হয়ে গেছে। রহমত বুঝে যায়, জীবন থেমে থাকে না, কারো জন্যও অপেক্ষা করে না।

তবুও, রহমতের ভালোবাসা একটুও কমে না। সে চুপচাপ নিজের দেশ ফিরতে চায়, আর কেবল সেই মায়াময় মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে বাঁচতে চায়—যেগুলা ও কাটিয়েছিলো ছোট্ট একটা মেয়ের সঙ্গে, অন্য একটা দেশে, অন্য এক জীবনে। মুভিটি অত্যন্ত চমৎকার আপনি দেখে নিতে পারেন।