ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.1/10
Directors ➤ Mukesh Kumar Singh
Stars ➤ Vishnu Manchu, Mohanlal, Akshay Kumar, Madhoo, Kajal Etc.
Genres ➤ Action, Drama, Fantasy
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
"Kannappa (2025)" মুভির গল্পটা আসলে একজন সাধারণ শিকারির, যে ধীরে ধীরে শিবের সবচেয়ে বড় ভক্ত হয়ে ওঠে।
সে প্রথমে ধর্ম-টর্ম, ভক্তি এগুলোতে বিশ্বাস করতো না। বন-জঙ্গলে পশু ধরে খেতো, নিজের মতো থাকতো। কিন্তু একটা সময় সে একটা শিবলিঙ্গ খুঁজে পায় গভীর জঙ্গলে। প্রথমে কিছুই বোঝে না—কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো তার জীবন একদম পাল্টে দেয়।
এই শিবলিঙ্গকে কেউ ঠিকমতো পুজো করছিল না, তাই সে নিজের মতো করে যত্ন নিতে শুরু করে—জঙ্গলের পানি এনে দেয়, ফুল দেয়, নিজের খাবারও দিয়ে দেয়। কেউ কিছু বলে না, কিন্তু আসল ভক্তি ছিল তার ভিতরে।
এক সময় সে দেখে শিবলিঙ্গ থেকে রক্ত বের হচ্ছে। বুঝতে পারে, কিছু একটা ভুল হয়েছে। তখন সে নিজের এক চোখ উপড়ে দিয়ে দেয় শিবলিঙ্গে লাগাতে—যেন রক্ত না পড়ে, যেন কষ্ট না পায়।
এতটুকুতে থেমে থাকে না—আরও রক্ত পড়লে, সে নিজের দ্বিতীয় চোখটাও দিতে চায়!
ঠিক তখনই শিব নিজেই সেখানে উপস্থিত হন, তাকে থামান, আর বলেন—“তুই আমার সবচেয়ে বড় ভক্ত”।