ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N.A/10
Directors ➤ Rishab Shetty
Stars ➤ Rishab Shetty, Jayaram, Rukmini Vasanth, Gulshan Devaiah Etc.
Genres ➤ Action, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
‘কান্তারা: এ লেজেন্ড – চ্যাপ্টার ১’ আমাদের নিয়ে যায় বহু পুরোনো সময়ের জগতে, প্রায় খ্রিষ্টপূর্ব ৩০০ সালের দিকে, যখন কর্ণাটকের ঘন অরণ্য আর প্রাচীন কডম্ব রাজবংশের শাসন চলছিল। সেই সময়ে প্রকৃতি, দেবতা আর মানুষের সম্পর্ক ছিল ভীষণ গভীর।
এই গল্প মূলত ঘিরে আছে ‘দাইভা’ বা ভূতকলার উৎপত্তি নিয়ে—যেখানে দেবশক্তি মানুষের মাঝে অবতীর্ণ হয়ে তাদের রক্ষা করে। এখানে দেখা যাবে এক শক্তিমান সাধু–যোদ্ধাকে, যিনি একদিকে দেবতার দূত আবার অন্যদিকে মানুষের আশা। তার চরিত্রে রিষভ শেট্টিকে একেবারেই নতুন রূপে দেখা যাবে—কখনও আধ্যাত্মিক, কখনও ভয়ংকর যোদ্ধা।
অন্যদিকে আছে এক ক্ষমতালোভী রাজা, যিনি অধর্ম আর অত্যাচার চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দাঁড়ায় সাধারণ মানুষ, আর তাদের পাশে থেকে লড়াই করে সেই সাধু–যোদ্ধা। এই সংঘর্ষ শুধু শক্তির নয়, বরং বিশ্বাস বনাম অহংকার, ধর্ম বনাম অধর্ম, এবং প্রকৃতি বনাম লোভের।
পুরো ছবিতে রহস্য, জঙ্গল, দেবীয় শক্তির ছোঁয়া আর লোককাহিনির আবহ ভরপুর। দর্শককে একেবারে টেনে নিয়ে যাবে সেই সময়ের মাটির গন্ধ, অরণ্যের অন্ধকার আর আধ্যাত্মিক আলোয় ভরা এক জগতে।
