ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Pratim D Gupta
Stars ➤ Sohini Sarkar, Ritabhari, Ritwick, Pratik Dutta Ect.
Genres ➤ Thriller & Crime
Language ➤ Bangla
Country ➤ Turkish
Platform ➤ Hoichoi
শাহানা, বিলাসিতার চারপাশে থাকা সত্ত্বেও নিজের জীবনের ভেতরে দমবদ্ধ এক নারী। সমাজের হাসি-ঠাট্টায় মেশা তার মুখের আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য খাঁচা। অন্যদিকে ঝিনুক—এক ঘরোয়া মানুষ, স্বপ্নগুলো অনেক আগেই ধুলো ঝেড়ে উড়ে গেছে; রয়ে গেছে নির্যাতনের দাগ আর দিনের পর দিন টিকে থাকার সংগ্রাম।

প্রথমে দু’জনই একে অন্যের কাছে একেবারে অচেনা। কিন্তু রান্নার গন্ধ, মশলার টুকটাক কথা, আর মাঝেমাঝে ভাগ করা নিঃশ্বাস—ক্রমে খুলে দেয় তাদের জীবনের গোপন দরজা। নিজের জীবনের কথা বলতে বলতে, শুনতে শুনতে, তারা টের পায়—যন্ত্রণা কখনও কখনও মানুষের সবচেয়ে গভীর সেতু হয়ে দাঁড়ায়।

সময়ের সাথে সাথে এই অচেনা দুই নারী এমন এক বন্ধনে জড়িয়ে পড়ে, যার ভেতরে যেমন রয়েছে ভরসা, তেমনি লুকিয়ে থাকে এক অদ্ভুত অস্থিরতা। কোথায় বন্ধুত্বের সীমা, কোথা থেকে শুরু হয় প্রতারণা—সেটা যেন দু’জনের কারও পক্ষেই ঠিক পরিষ্কার নয়।

তাদের পথচলা হয়ে ওঠে এক রহস্যময় জটিল গল্প—যেখানে রান্নার রেসিপির মতোই মিশে থাকে সুখ-দুঃখ, বিশ্বাস-সন্দেহ আর অদেখা পরিণতির স্বাদ।