ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 8.0/10
Directors ➤ Abihmanyu Mukherjee
Stars ➤ Anindya Sengupta, Swastika Dutta, Avijit, Gaurav Chakrabarty Ect.
Genres ➤ Thriller & Romance
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ AddaTimes
অনেকে বলে ভালোবাসার রং লাল।
কিন্তু কেউ বলে না—কখনো কখনো সেই লাল রংটা রক্তের মতো গাঢ় হয়ে ওঠে।

এই গল্প ঠিক তেমনই এক ভালোবাসার—যে ভালোবাসা ধীরে ধীরে রঙ হারিয়ে রক্তমাখা হয়ে যায়।

সোহিনী—একজন নামকরা চিত্রশিল্পীর মেয়ে। বাবার আঁকা অমূল্য ছবিতে ভরা বিশাল রাজবাড়ির মতো বাড়িতে তার জীবন। বাবা নেই, কিন্তু তার শিল্প, তার নাম, তার ঐশ্বর্য—সবই এখন সোহিনীর হাতে।

অন্যদিকে আদিত্য—স্টক মার্কেটের মানুষ। সংখ্যার খেলায় তার জীবন। হিসাব, লাভ-লোকসান আর ঝুঁকির মধ্যেই তার দুনিয়া।

বিয়ের শুরুটা ছিল একদম ছবির মতো।
ভালোবাসা ছিল, সময় ছিল, স্বপ্ন ছিল।
সবকিছু ঠিকঠাকই চলছিল—যতদিন না আদিত্যর ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করল।

স্টক মার্কেটে একের পর এক ভুল সিদ্ধান্ত।
লাভের জায়গায় ক্ষতি।
আর ক্ষতির জায়গায় পাহাড়সম ঋণ।

নিজেকে বাঁচাতে, নিজের ক্যারিয়ার ফেরাতে আদিত্য আরও বেশি ডুবে গেল কাজের ভেতর। দিন-রাত এক হয়ে গেল তার কাছে। কিন্তু সে বুঝতেই পারল না—এই লড়াইয়ে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তার নিজের সংসার থেকে, নিজের ভালোবাসা থেকে।

সোহিনী তখন একা।
এক বিশাল বাড়িতে থেকেও নিঃসঙ্গ।
চারপাশে দামি ছবির ভিড়, কিন্তু পাশে কথা বলার মানুষ নেই।

এই দূরত্বই কি শেষ পর্যন্ত সবকিছু বদলে দেবে?
ঋণ, হতাশা আর অবহেলার চাপে কি ভালোবাসা বদলে যাবে হিংসা আর রক্তে?
নাকি এই রক্তাক্ত গল্পের আড়ালেও লুকিয়ে আছে অন্য কোনো সত্য?

এই সিরিজ শুধু ভালোবাসার গল্প নয়—
এটা বিশ্বাস ভাঙার গল্প,
লোভের গল্প,
আর এমন এক সম্পর্কের গল্প—যার ক্যানভাসে রঙের বদলে আঁকা হয় রক্ত।