ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 5.9/10
Directors ➤ Gowtam Tinnanuri
Stars ➤ Vijay Deverakonda, Rukmini Vasanth, Ayyappa P. Sharma, Bhagyashri Borse Etc.
Genres ➤ Action, Drama, Thriller, War
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Kingdom (2025)-এর গল্পটা ঘোরে দুই ভাইকে নিয়ে। ছোট ভাই সুরি একজন সাদামাটা পুলিশ, খুব সৎ আর দায়িত্বশীল। হঠাৎ খবর পায়, তার বড় ভাই শিবা গায়েব হয়ে গেছে। ভাইকে খুঁজতে সুরি যায় শ্রীলংকায়। কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে সে ভেতর থেকে ভেঙে পড়ে।
শিবা শুধু নিখোঁজ হয়নি, বরং একটা ভয়ঙ্কর সন্ত্রাসী চক্রের সাথে জড়িয়ে পড়েছে। আরও ধাক্কা লাগে যখন সুরি বুঝতে পারে—এই দলের আসল মাথা তার নিজের ভাই! একদিকে রক্তের টান, অন্যদিকে দায়িত্ব—সুরি পড়ে যায় এক ভয়াবহ টানাপোড়েনে।
এখন সুরির সামনে দুটো পথ—সে কি ভাইকে বাঁচাবে, নাকি কর্তব্য পালন করে তাকে থামাবে? এই নিয়েই পুরো গল্পটা এগোয়। মাঝখানে আছে প্রচুর অ্যাকশন, দারুণ লোকেশন, আর ভাইয়ের প্রতি ভালোবাসা বনাম দেশের প্রতি দায়িত্ব—এই দ্বন্দ্বটাই ছবির আসল শক্তি।
মানে সহজ করে বললে—ছোট ভাই পুলিশ হয়ে বড় ভাইকে বাঁচাতে বেরোয়, কিন্তু গিয়ে দেখে ভাই-ই হয়ে গেছে ভিলেন। এখন ভাইকে বাঁচাবে নাকি থামাবে—এই নিয়েই পুরো Kingdom-এর কাহিনি।