ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 8.0/10
Directors ➤ G Sri Raju
Stars ➤ Pruthvi Ambaar, Avinash, Gopalkrishna, Chethan Gandharva Etc.
Genres ➤ Action, Drama, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
“Kothalavadi (2025)” আমাদের নিয়ে যায় এক নদীপাড়ের গ্রামে, যেখানে দারিদ্র্য, ঋণ আর বেঁচে থাকার লড়াই প্রতিদিনের সঙ্গী। এ গ্রামের মানুষদের জীবনটা যেন একটা বদ্ধ খাঁচা—ফসল ফলিয়েও পেট চলে না, দিনশেষে তাদের হাতে থাকে শুধু হতাশা।
এই অচলায়তনে প্রবেশ করে এক চালাক ব্যবসায়ী—গুজরী বাবু। সে গ্রামবাসীদের বোঝায়, “এই নদীর বালি তোমাদের, সরকারের নয়।” লোভ দেখিয়ে সে মানুষকে অবৈধ বালু কাটার দিকে ঠেলে দেয়। শুরুতে মনে হয়, যেন এটাই মুক্তির পথ। কিন্তু সময় গড়াতে গড়াতে এই “অবৈধ আয়” গ্রামকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। স্বার্থ, সন্দেহ আর ক্ষমতার খেলায় ভেঙে পড়ে সম্পর্ক, নষ্ট হয় মানুষের বিশ্বাস।
এদিকে গ্রামের এক সাধারণ শ্রমিক মোহনা—তারও স্বপ্ন আছে, প্রিয় মানুষ মাঞ্জিকে নিয়ে সংসার গড়ার। কিন্তু বালুর কারবার তাকে টেনে নিয়ে যায় ভুল পথে। এই লোভই ধীরে ধীরে বদলে দেয় তার জীবন। অন্যদিকে মাঞ্জি, যিনি অঙ্গনওয়াড়ির শিক্ষিকা, একমাত্র তিনিই বোঝেন এই পথ কোথায় গিয়ে শেষ হবে।
গ্রামে আসে পুলিশ অফিসার পরাশুরাম IPS। তিনি সবার চোখে আঙুল দিয়ে দেখান—এইভাবে চলতে থাকলে একদিন নদী মরবে, প্রকৃতি মরবে, আর তাদের জীবনও শেষ হয়ে যাবে। তবুও অন্ধ লোভে অন্ধ মানুষ তার সতর্কবাণী শুনতে চায় না।
এর মাঝেই প্রবেশ করে রাজনীতির খেলোয়াড় মালিনী। নতুন করে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। গ্রামটা হয়ে ওঠে লোভ, ভণ্ডামি আর প্রতারণার আস্তানা। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়—মানুষ কি নিজেকে বাঁচাতে পারবে? ভালোবাসা, বিশ্বাস আর মর্যাদা কি টিকে থাকবে, নাকি সবকিছু ডুবে যাবে লোভের স্রোতে?
