ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 7.6/10
Directors ➤ Sudheesh Sankar
Stars ➤ Fahadh Faasil, Vadivelu, Kovai Sarala, Sithara, Renuka Etc.
Genres ➤ Comedy, Drama, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Netflix
একজন চোর আছে, খালি সুযোগ খোঁজে কাকে ফাঁকি দিয়ে টাকা কামানো যায়। হঠাৎ সে দেখে এক ধনী বুড়ো লোক, যিনি আলঝেইমারস রোগে ভুগছেন—মানে বারবার সব ভুলে যান। বুড়ো লোকটা এটিএম থেকে অনেক টাকা তোলে, তখনই চোরের মাথায় আসে, “এই তো সুযোগ, লোকটাকে ঠকিয়ে টাকা মেরে দেওয়া যাবে।”

তাই চোর ভান করে যেন সাহায্য করছে, মোটরসাইকেলে করে ওই বুড়োকে নিয়ে রওনা দেয় তিরুভন্নামালাইয়ের দিকে। শুরুতে মজা মজাই লাগে—চোরের চালাকি, বুড়োর সব ভুলে যাওয়া, মাঝেমাঝে হাসির মতো অবস্থা তৈরি হয়।

কিন্তু আসল মজাটা সামনে। পথ যত এগোয়, চোরের মনও বদলাতে শুরু করে। যে লোকটাকে সে ঠকাতে চেয়েছিল, ধীরে ধীরে তার প্রতি এক ধরনের মায়া জন্মে যায়। বুড়োও তার মতো সব ভুলে গেলেও চোরের সঙ্গে এক অদ্ভুত বন্ধন তৈরি করে ফেলে।

শেষমেশ, যে যাত্রাটা শুধু টাকা ছিনতাইয়ের জন্য শুরু হয়েছিল, সেটাই হয়ে ওঠে এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা—যেখানে এক চোর আর এক ভোলা মানুষ একে অপরের জীবনে জায়গা করে নেয়।

মানে, এই সিনেমা শুধু থ্রিলার না, এর ভেতরে আছে হাসি, টেনশন, আবেগ আর জীবনের সেই টুইস্ট—যা শেষ পর্যন্ত আমাদের মনে গেঁথে যায়।