ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Pratik Moitro
Stars ➤Rucha Inamdar, Raghubir Yadav, Jaya Bhattacharya, Rajesh Sharma Ect.
Genres ➤ Crime, Music, Mystery, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Amazon Prime Video
Covid -19 পেশেন্টদের ট্রিটমেন্টের রেমডেসিভির জন্য পরপর ২ টা হত্যাকান্ডের রহস্য নিয়ে মাইনাস ৩১। নাগপুরে কোভিড ১৯ এর ট্রিটমেন্টের রেমডেসিভির কোথাও নেই। প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে না। কিন্তু এই রেমডিসিভির একটা অসাধু চক্র প্রত্যেকটায় ১ লাখ করে বিক্রি করে ব্যবসা করছে।
এই রেমডিসিভিরের জন্য একজন র্যাপার আর একজন সাদা ফেসের অসাধু ব্যবসায়ীকে কিভাবে হত্যা করা হলো সেটা দেখতেই সিনেমা টা দেখতে হবে। প্রত্যেক টা কেসে যেরকম একজন সৎ পুলিশ অফিসার থাকে ইনভেস্টিগেশন করেন। আর শেষ মুহুর্তেই আসলেই যেরকম উপর মহলের কথা শুনে যেভাবে কেস ধামাচাপা দেওয়া হয়। এখানেও সেটা করা হয়েছে।
সাসপেনশন ও দেওয়া হয় তাকে। এরকম পুলিশ অফিসার জন্য দেশ টা রসাতলে গেল। এরকম অসাধু চক্র সাদা ফেসের মুখোশ পরে প্রতিনিয়ত দেশ & জাতীর ক্ষতি করে যাচ্ছে। ক্রাইম মিস্ট্রি সিনেমা হিসেবে মোটামুটি ভাল সিনেমা।
এই রেমডিসিভিরের জন্য একজন র্যাপার আর একজন সাদা ফেসের অসাধু ব্যবসায়ীকে কিভাবে হত্যা করা হলো সেটা দেখতেই সিনেমা টা দেখতে হবে। প্রত্যেক টা কেসে যেরকম একজন সৎ পুলিশ অফিসার থাকে ইনভেস্টিগেশন করেন। আর শেষ মুহুর্তেই আসলেই যেরকম উপর মহলের কথা শুনে যেভাবে কেস ধামাচাপা দেওয়া হয়। এখানেও সেটা করা হয়েছে।
সাসপেনশন ও দেওয়া হয় তাকে। এরকম পুলিশ অফিসার জন্য দেশ টা রসাতলে গেল। এরকম অসাধু চক্র সাদা ফেসের মুখোশ পরে প্রতিনিয়ত দেশ & জাতীর ক্ষতি করে যাচ্ছে। ক্রাইম মিস্ট্রি সিনেমা হিসেবে মোটামুটি ভাল সিনেমা।