ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Joydeep Mukherjee
Stars ➤ Sreeja Dutta, Surangana, Satyam, Arunava Dey Ect.
Genres ➤ Horror
Language ➤ Bangla
Country ➤ India
দুর্গাপূজার রঙ, আলো আর ঢাকের তালে সোনামুখী গ্রাম তখন উৎসবের ঘোরে। এই সময়েই শহর থেকে ছয়জন পিএইচডি ছাত্রছাত্রী আসে এখানে—তাদের গবেষণার বিষয়, রবীন্দ্রনাথের ভুলে যাওয়া এক রহস্যময় প্রেরণা—নিশিগন্ধা। লোকমুখে শোনা যায়, এই সোনামুখী গ্রামেই একসময় টেগর লিখেছিলেন কিছু অজানা গান, যা কখনো প্রকাশিত হয়নি। কিন্তু গ্রামবাসীরা এসব নিয়ে কথা বলতে চায় না।
প্রথম দিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে থাকে। রাতের নিস্তব্ধতা ভেঙে কোথা থেকে যেন ভেসে আসে এক মায়াময় সুর—কারও গলার মতো, আবার যেন হাওয়া বইছে গাছের ফাঁক দিয়ে। স্থানীয়রা একে বলে “নিশির ডাক”। কথিত আছে, যে এই সুর শোনে বা গায়, সে বেঁচে থাকে না। কেউ কেউ বলে, এটা শুধু একটা লোককথা। কিন্তু যাঁরা শুনেছেন, তাঁরা কেউই পরের দিন আর দেখা যায়নি।
টিটলি, গবেষক দলের সবচেয়ে সংবেদনশীল সদস্য, প্রথমে এসব বিশ্বাস করত না। কিন্তু ধীরে ধীরে গ্রামটার অতীত খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে—নিশিগন্ধা শুধু টেগরের মিউজ ছিলেন না, তিনি ছিলেন এই গ্রামটার এক অব্যক্ত অভিশাপের কেন্দ্রবিন্দু। পুরনো নথি, চিঠি, আর গানের পাণ্ডুলিপিতে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য—এই গ্রামের প্রতিটি সুরে লুকিয়ে আছে মৃত্যু।
যখন অতীতের প্রেম, প্রতারণা আর হারিয়ে যাওয়া জীবনের কান্না মিশে যায় বর্তমানের রহস্যের সঙ্গে, তখন টিটলি বুঝতে পারে—সোনামুখীতে গান মানেই আর আনন্দ নয়, বরং এক অদৃশ্য মৃত্যুর আহ্বান।
দুর্গাপূজার শেষ রাতে, যখন ঢাকের তালে আকাশ কাঁপছে, তখন কে যেন আবার গাইতে শুরু করে সেই হারিয়ে যাওয়া গান...
আর তার সঙ্গে সারা গ্রাম নিঃশব্দ হয়ে যায়।