ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Vicky Zahed
Stars ➤ Tawsif Mahbub, Sadia Ayman, Tariq Anam Khan Etc.
Genres ➤ Fiction, Drama, Mystery 
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
প্রেমে মাতোয়ারা ২ তরুণ-তরুণী। সাদিয়া আয়মান ও তৌসিফ মাহবুব একে অপরকে ভীষণ ভালোবাসে। ইচ্ছে আছে ভবিষ্যতে একে অপরকে বিয়ে করে সুখের সংসার শুরু করবে। শুরু হবে নতুন এক অধ্যায়। সাদিয়া আয়মান তারা বাবাকে ভীষণ ভালোবাসে। সে তার বাবাকে কোন সময় কষ্ট দিতে পারবে না।
এক সময় সাদিয়া আয়মানের বাবার কিছু সমসসা শুরু হয়। প্রথমে শারীরিক ভাবে শুরু হয়। অদ্ভুত অনুভূতি হয় সাদিয়া আয়মানের বাবার। আস্তে আস্তে সে অনুভব করে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারে!

কিন্তু এটা কীভাবে সম্ভব? আসলেই কি সে ভবিষ্যৎ দেখতে পান? সাদিয়া আয়মানের বাবা তাকে নিষেধ করেন তৌসিফ মাহবুব কে বিয়ে করতে। যদি সে তৌসিফ মাহবুব কে বিয়ে করে তার ভবিষ্যৎ হবে এক অন্ধকার জগতের। সুতরাং বাঁচতে চাইলে তৌসিফ মাহবুব কে ভুলতে হবে!
সাদিয়া আয়মান কি পারবে তৌসিফ মাহবুব কে ভুলতে? এদিকে তাকে বিয়ে করতে চাপ দিচ্ছে তৌসিফ মাহবুব। এক সময় সাদিয়া আয়মান তৌসিফ মাহবুব কে বলে সে তার বাবার কথার বাইরে কিছুই করতে পারবে না। এই কথা শুনে ভীষণ অবাক হয় তৌসিফ মাহবুব।
অনেক ভাবে বুঝাতে চেষ্টা করে।

কিন্তু সমস্যা হচ্ছে এক সময় তৌসিফ মাহবুব নিজেও অদ্ভুত আচরণ শুরু করে। তৌসিফ মাহবুব সেও কি এখন ভবিষ্যৎ দেখতে পায়? নাকি সে পেয়েছে ভিন্ন কোন অতিপ্রাকৃতিক শক্তি? এক সময় তৌসিফ মাহবুব নিজের হাতে নিজের চোখ তুলে ফেলে!! কিন্তু কেন নিজের এত বড় ক্ষতি সে করল?
অদ্ভুত সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখে ফেলতে হবে এই ফিকশনটি।