ডাউনলোড লিংক নিচে
MDb Rating ➤ 8.0/10
Directors ➤ Nuhash Humayun
Stars ➤ Delowar Hossen, Shohel Mondol, Quazi Nawshaba Ahmed, Chanchal Chowdhury Ect.
Genres ➤ Horror, Mystery
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
আমার দেখা বেস্ট বাংলা হরর সিরিজ। এই ধরনের হরর কন্সেপ্টের সিরিজ কিন্তু বিদেশেই বেশি হয়ে থাকে। নুহাশের এতো সুন্দর নির্মান, সত্যি প্রশংসা করতেই হয়।

মাছ রাধলে পেত্নী আসে : 
সোহেল মন্ডল যখন ব্যাগ থেকে মাছটা উচু করে দেখতে থাকে। মৃত মাছের চোখের মধ্যে কেমন যেনো চাপা ক্ষোভ জমে আছে। এই বিল্ডিং এর ভিতরে মেয়ে নিষেধ কিন্তু মায়াবিনী নিষেধ নয়!
ভাই বোনেরা গভীর রাতে মাছ কাটবেন নাকি??গভীর রাতে মাছ নিয়ে বাসায় যাবেন তো সমস্যা পেত্নী ম্যাডাম কিন্তু ভাগ বসাবে!

মিষ্টি দোকানে জ্বীন আসে : 
হুট করে রাতের বেলা কেউ মিষ্টি খাওয়ার বায়ানা ধরলে তার হাতটা ভালো করে ধরে নিবেন। যদি আগুনের মত গরম থাকে তাহলে কিন্তু বিপদ। সাবধান মিষ্টি থেকে বিশেষ করে গভীর রাত!!!

খোলা চুলে বের হতে নেই : 
আগে গ্রামে সন্ধ্যার পর চুল বেধেই ঘর থেকে বের হতো এমনকি রান্না ঘর বা মেয়েরা ওয়াশরুমে গেলেও চুল বেধে মাথায় কাপড় দিয়ে যেতো। কারণ আগে রান্নাঘর আর ওয়াশরুম ছিলো ঘর থেকে একটু দূরে।
সন্ধ্যা হলেই প্রকৃতি বদলে যায়। খারাপ আত্মাদের খোলা চুলে আকর্ষণ বেশীই থাকে। রাতে নূপুরের শব্দ। পুতুল গুলো আপন মনে খেলা করছে। আপন মনে কাব্য রচনা করেছে।

নিশি খালি দুইবার ডাকে : 
রাতের সমুদ্র অনেক সুন্দর। কারো সাথে সেই সৌন্দর্য উপভোগ করতে গেলেন কিন্তু যার সাথে সমুদ্রের পাড়ে  দাঁড়িয়ে রাতের সৌন্দর্য উপভোগ করেছেন তিনি আসলে মানুষ তো?
নিশি ডাক সাধারনত ঝোপঝাড় নদী বা পুকুর পার থেকে ডাকে বলে শুনতাম তবে এখানে সমুদ্রের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিলো। মানুষের মাঝে এই বিশ্বাস আছে যে, পরপর তিন বার না ডাকলে সাড়া না দিতে, কারণ যে সব অদৃশ্য শক্তি বা অতৃপ্ত আত্মা বা খারাপ জ্বীন যখন ডাকে তখন দুই বার ডাকে, তিনবার ডাকে না। অসাধারণ এই সিরিজটা দেখে নিন।