ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Ahmmed Humayun
Stars ➤ Evan Sair, Afra Shaiaara, Shoab Monir, Dilruba Hossain Doyel Etc.
Genres ➤ Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
পটু এক শান্ত-শিষ্ট ছেলে। গ্রামে বা শহরে এমন একজন থাকে না যাকে সবাই চেনে, সবাই পছন্দ করে—পটু ঠিক সেরকম। মনের মতো একটা ছেলেই বলতে গেলে। কারো বিপদে আগে এগিয়ে যায়, ছোট-বড় সবাইকে শ্রদ্ধা করে, মুখে সবসময় হালকা একটা হাসি লেগেই থাকে।
পড়াশোনায় ভালো, তবে তার থেকেও বেশি ভালো মানুষ সে। জীবনটা তার সহজ-সরল গতিতেই চলছিল—বাড়ি, পড়াশোনা, বন্ধুবান্ধব, আর মাঝেমধ্যে কিছু সামাজিক কাজ। পটুর নিজের কোনো লোভ নেই, ঝামেলা-ঝঞ্ঝাট থেকে সবসময় দূরে থাকতে চায়।
কিন্তু হঠাৎ করেই একটা ঘটনা ঘটে যায়—একটা এমন ঘটনা, যার কোনো মাথা-মুণ্ডু কিছুই বোঝা যায় না। কেউ কিছু স্পষ্ট করে বলেনি, কেউ ঠিকঠাক কিছু দেখেওনি, কিন্তু গুজবটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর তাতে পটুর নাম জড়িয়ে যায়।
যার সঙ্গে সব্বাই ভরসা করত, একে একে তার কাছের মানুষগুলোই তাকে সন্দেহ করতে শুরু করে। বন্ধুরা দূরে সরে যায়, পাড়ার লোকজন কপালে ভাঁজ ফেলে তাকায়, আর আপনজনরাও যেন বিশ্বাস হারিয়ে ফেলে।
পটু প্রথমে হতবাক হয়ে যায়। কিছুই বোঝে না—কেন এই সব হচ্ছে, কীভাবে সে দোষী হলো! কিন্তু তারপর নিজেকে সামলায়। ভাবে, চুপ করে থাকলে চলবে না। কিছু একটা করতে হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে জীবনের সব কিছু শেষ হয়ে যাবে।
তখন শুরু হয় তার আসল লড়াই।
এই লড়াই শুধু নিজের পক্ষে নয়—মিথ্যা, ধোঁকা, আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক নিঃসঙ্গ যোদ্ধা হয়ে ওঠে সে। কেউ তার পাশে দাঁড়ায় না, কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। তবুও পটু হাল ছাড়ে না।
নিজের মতো করে খুঁজে চলে সত্যটা। কীভাবে ঘটনাটা ঘটেছিল, কে এর পেছনে আছে—সব জানার চেষ্টা করতে থাকে। তার সামনে বাধা আসে, ভয় আসে, আবার কখনো আশাও জাগে। কিন্তু দিনের শেষে, সে জানে—সত্যই একমাত্র জয়ী হবে।