ডাউনলোড লিংক নিচে
➤ IMDb rating - 6.9/10
Directors ➤ Chayanika Chowdhury
Stars ➤ Mahfuz Ahmed, Shabnam Bubly, Rashed Mamun Apu, Nasir Uddin Khan Ect.
Genres ➤ Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Binge
মাহফুজ আহমেদকে প্রথমে এক সাধারণ ভীতু যুবক বলেই মনে হবে। কিন্তু রহস্য আর ধাঁধায় সিনেমার ক্লাইমেক্সে গিয়েই বুঝতে পারবেন এই সিনেমা কেন বেছে নিয়েছেন সবার প্রিয় মাহফুজ!
নাসিরউদ্দীন খানের অভিনয় বরাবরই অত্যন্ত শক্তিশালী। তিনি দূর্দান্ত অভিনয় করেছেন। শারীরিকভাবে কিছুটা বিকলাঙ্গ এবং একগুয়ে, নিষ্ঠুর চরিত্র তার। ট্রেইলারেই দেখেছন তার মাহফুজ এবং বুবলীর প্রতি অত্যাচারের নিষ্ঠুর দৃশ্য।
প্রথম হাফে তার দাপটে অতিষ্ঠ সবাই। রাশেদ মামুন অপু সেকেন্ড হাফে সকল আলো নিয়ে নিয়েছেন নিজের দিকে। এ যেন প্রতিভার লড়াই পুরো সিনেমা জুড়ে। তার চরিত্র আরেক “প্রহেলিকা”।