ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Dhrubo Banerjee
Stars ➤ Dev, Anirban Bhattacharya, Sohini Sarkar, Idhika Paul Etc.
Genres ➤ Action, Love, Drama
Language ➤ Bangla
Country ➤ India
বাংলার মাটিতে যখন নীলকর আর জমিদারের অত্যাচারে কৃষকেরা দিন দিন পিষ্ট হচ্ছিল, তখনই জন্ম নিল এক কিংবদন্তি নাম—রঘু ডাকাত। রঘু আসলে ছিল সাধারণ কৃষকের ছেলে। ছোটবেলাতেই চোখের সামনে দেখেছিল বাবার ওপর শাসকদের অমানবিক নির্যাতন। সেই ক্ষোভ বুকের ভেতর আগুন হয়ে জমেছিল। বয়স বাড়ার সাথে সাথে সেই আগুনই তাকে বানাল এক ভয়ের ডাকাত—কিন্তু শুধু ভয় নয়, গরিব-দুঃখিদের কাছে তিনি হয়ে উঠলেন আশীর্বাদ।
রঘু ছিল দুর্দান্ত লাঠিখেলার ওস্তাদ। নিজের দল তৈরি করে তিনি সরাসরি আঘাত হানতে লাগলেন জমিদারদের প্রাসাদে, নীলকর সাহেবদের গুদামে। যা লুটতেন, তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। সেই কারণে মানুষ তাকে “বাংলার রবিনহুড” বলে ডাকত। তবে তিনি শুধু ডাকাত নন, ছিলেন নীতির মানুষ। নারীদের ক্ষতি করতেন না, শিশুদের চোখের জল মুছে দিতেন।
লোককথায় শোনা যায়, রঘু কালীপূজোয় নরবলির পথ ছেড়ে মায়ের উদ্দেশ্যে পাঁঠার বলি দেন, আর বিশ্বাস করতেন মা কালীর আশীর্বাদেই তিনি শক্তি পান। এই বিশ্বাস তাকে আরও অদম্য করে তোলে। পুলিশের দারোগাকে সরাসরি চিঠি লিখে জানাতেন—“আমি আসছি”—এমন সাহসী ঘোষণা গোটা বাংলায় রঘুর নাম ছড়িয়ে দিয়েছিল।
অত্যাচারিত মানুষদের মুখে মুখে রটে যায় রঘুর গল্প। কেউ তাকে ভয় পেত, কেউ বা দেবতার মতো পূজা করত। শেষ পর্যন্ত ব্রিটিশরা যতই চেষ্টা করুক, রঘু ডাকাত বাংলার লোককথায় এক অমর চরিত্র হয়ে থেকে যায়—যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, গরিবদের পাশে দাঁড়িয়েছিল আর মানুষের মনে তৈরি করেছিল এক অদম্য সাহসের প্রতীক।
