ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.9/10
Directors ➤ Shahi Kabir
Stars ➤ Arun Cherukavil, Sudhi Koppa, Krisha Kurup, Lakshmi Menon Etc.
Genres ➤ Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
শহরের নিঃশব্দ গভীর রাতে একটা পুরান পুলিশভ্যান ঘুরে বেড়ায়, ভেতরে দুইজন পুলিশ—একজন পুরাতন, ক্লান্ত, জীবনে অনেক কিছু দেখা ইউহান্নান, আরেকজন একেবারে নতুন, চোখে আদর্শ আর প্রশ্নে ভরা দিনানাথ, তাদের রাত শুরু হয় কিছু সাধারণ ঘটনার মাধ্যমে—
এক মাতাল ড্রাইভার, একটা পারিবারিক ঝগড়া, একটা মায়ের কান্না, এসবের ভেতরে দিনানাথ ভাবে সে সমাজটাকে বদলাবে, কিন্তু ইউহান্নান শুধু তাকিয়ে থাকে, তার চোখে কিচ্ছু বদলায় না, হঠাৎ এক বড়লোক বাড়ির মেয়ে হারিয়ে যায়, সন্দেহ পড়ে এক গরিব দলিত ছেলের ওপর।
সমাজ যেমন ভাবে, পুলিশও তেমন কাজ করে, ছেলেটাকে ধরে এনে পেটানো হয়, অথচ দিনানাথের মনে লাগে, এইটা ঠিক না, বিচার মানে কি আগে থেকে ধরে নেওয়া?
এরপর হাসপাতালে একটা মানসিক রোগী, একটা লাশ, গন্ধ, ঘাম, হতাশা—সব মিলে রাতটা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি করে নতুন পুলিশকে, আর শেষমেশ জানা যায় মেয়েটা নিজের ইচ্ছেতেই পালিয়েছিল, যার ওপর সন্দেহ করা হয়েছিল সে নির্দোষ, দিনানাথ থমকে যায়, ইউহান্নান শুধু বলে, “এভাবেই চলে,” শেষরাতে তারা গাড়ি থামিয়ে বসে থাকে চুপচাপ।
চারপাশে নিস্তব্ধতা, মাথার ওপর আকাশ, বুকের ভেতরে ভার, একজন জানে কিছুই বদলাবে না, আরেকজন জানে এই পেশার ভেতরে ন্যায়ের ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন।
এক মাতাল ড্রাইভার, একটা পারিবারিক ঝগড়া, একটা মায়ের কান্না, এসবের ভেতরে দিনানাথ ভাবে সে সমাজটাকে বদলাবে, কিন্তু ইউহান্নান শুধু তাকিয়ে থাকে, তার চোখে কিচ্ছু বদলায় না, হঠাৎ এক বড়লোক বাড়ির মেয়ে হারিয়ে যায়, সন্দেহ পড়ে এক গরিব দলিত ছেলের ওপর।
সমাজ যেমন ভাবে, পুলিশও তেমন কাজ করে, ছেলেটাকে ধরে এনে পেটানো হয়, অথচ দিনানাথের মনে লাগে, এইটা ঠিক না, বিচার মানে কি আগে থেকে ধরে নেওয়া?
এরপর হাসপাতালে একটা মানসিক রোগী, একটা লাশ, গন্ধ, ঘাম, হতাশা—সব মিলে রাতটা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি করে নতুন পুলিশকে, আর শেষমেশ জানা যায় মেয়েটা নিজের ইচ্ছেতেই পালিয়েছিল, যার ওপর সন্দেহ করা হয়েছিল সে নির্দোষ, দিনানাথ থমকে যায়, ইউহান্নান শুধু বলে, “এভাবেই চলে,” শেষরাতে তারা গাড়ি থামিয়ে বসে থাকে চুপচাপ।
চারপাশে নিস্তব্ধতা, মাথার ওপর আকাশ, বুকের ভেতরে ভার, একজন জানে কিছুই বদলাবে না, আরেকজন জানে এই পেশার ভেতরে ন্যায়ের ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন।