ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 6.6/10
Directors ➤Prashanth Neel
Stars ➤ Prabhas, Shruti Haasan, Prithviraj Sukumaran, Shreya Reddy Ect.
Genres ➤ Action, Drama, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
সিনেমাটি শুরু হয় বিদেশ থেকে একটি মেয়ের আগমনের মধ্য দিয়ে। তাকে অপহরণ করতে চায় একদল লোক। তার পেছনে কে বা কারা সব কিছুই গোপন।

একজন তাকে তিনশুখিয়ার একটি গ্রামে নিয়ে যায় ও ছদ্মবেশে থাকার ব্যবস্থা করে। যার কাছে সে লুকিয়ে ছিল সে কে বা তার অতীতে কি আছে সেসব কেউ জানে না।

এরপরে দুষ্কৃতী দল মেয়েটির খোঁজ পায় এবং তাকে নিয়ে যেতে এসে যার আশ্রয়ে ছিলো সে যে বহুদিন নিখোঁজ এটা জানা যায়। এরা কারা পরস্পরের মধ্যে কি সম্পর্ক আর খানসার জায়গাটির সাথে এদের সকলের কি সম্পর্ক সব কিছু জানতে হলে বাকি সিনেমা দেখতেই হবে।