ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 6.6/10
Directors ➤ Srijit Mukherji
Stars ➤ Abir Chatterjee, Rittika Sen, Swastika Mukherjee, Anirban Bhattacharya Ect.
Genres ➤ Drama, Romance
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Hoichoi
সদ্য চাকুরী যাওয়া রুদ্রের সাথে দেখা হয় তার খুবই কাছের একজন দাদা বরুণের। যার সহায়তায় রাতারাতি চাকুরী পেয়ে যায় হোটেল শাহজাহানে। এই হোটেলের মালিক যিনি তার নাম হচ্ছে মকরান্দ পাল। তিনি কলকাতা শহরের বিশাল হোটেলের মালিক হলেও তার ব্যক্তিগত জীবনে রয়েছে চাপা বিষাদ। হোটেলে কাজ নেয়ার পরেই রুদ্রের সাথে পরিচয় হয় হোটেলেরই কর্মকর্তা সমিরণ বোস ওরফে স্যাম।

স্যাম একজন নিষ্ঠাবান, কর্মঠ এবং সদা হাসোজ্বল একজন তরুণ। এই হোটেলের প্রায় সব কর্মকর্তাই তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হলেও রাতের অবসরে তারা তাদের মতো করে সময় দেন।
হোটেলে রয়েছে বিশাল ব্যবস্থা কর্মকর্তাদের জন্য!

একবার চাকুরী পেলেই অল সেট! এই হোটেলের হয়েই কাজ করেন মিস কমোলিনী গূহ। তার কাজ তেমন কিছু না। হোটেলের টুকিটাকি কাজ করে। তার আরও একটা পরিচয় আছে সে একজন যৌনকর্মী। বিভিন্ন ক্লায়েন্টদের খুশি করাই তার কাজ। অত্যন্ত রূপবতী এবং কাজে নিপূণ এই তরুনী হঠাৎ প্রেমে পড়ে যায় কিংবা ভালোবেসে ফেলে অর্ণবকে।

অর্ণব একজন ধনাট্য ঘরের ছেলে। একদিন এক অর্গানাইজেশনে সে এনাউন্স করে যৌনকর্মী কমোলিনীকে সে বিয়ে করবে। কিন্তু তার মা, মিসেস সরকার যিনি তার ছেলেকে তার জীবনের থেকেও বেশী ভালোবাসে সে চাননি তার ছেলে একজন যৌনকর্মীকে বিয়ে করুক।

আর তাই রাতে কমোলিনীর ঘরে গিয়ে তাকে মোটা অংকের টাকার লোভ দেখায় এবং কমোলিনী তাতে অসম্মান বোধ করলে চেঁচিয়ে উঠার এক পর্যায়ে হুমকি দেয় মিসেস সরকারকে। কি সেই হুমকি যেটা শুনে মিসেস সরকার দমে যান?

স্যামের সাথে এরই মধ্যে পরিচয় হয় বিমানের কর্মকর্তা পল্লবীর সাথে। পল্লবী বয়সে খুব ছোট হলেও তারা নিজেদের ভালোবেসে ফেলে। যার জন্য সংসারের আশায় স্যাম ছেড়ে যায় এতোদিনের চেনা রাজ্য শাহজাহান থেকে।

অর্ণবের প্রপোজাল কমোলিনী গ্রহণ করলেও যে তাদের জীবনে অপেক্ষা করছিলো ভয়াবহ এক গল্প। বিয়ের স্বপ্ন দেখা তরুনীটি কি আসলেই পেরেছিলো অর্ণবের সাথে বৃদ্ধা হতে? জানতে হলে দেখতে হবে যৌনতায় ভরপুর এই ওয়েব ফিল্মটি। অসাধারণ ওয়েব ফিল্মটি দেখে নিন!!!