ডাউনলোড লিংক নিচে
IMDb Rating ➤ 7.1/10
Directors ➤ Arindam Bhattacharya, Ajanta Singha Roy
Stars ➤ Parambrata Chattopadhyay, Swastika Mukherjee, Mamata Shankar
Genres ➤ Drama, Thriller
Language ➤ Bengli
Country ➤ India
Platform ➤ Hoichoi

কলকাতার এক মহিলা সাংবাদিক চাঞ্চল্যকর কিছু তথ্য হাতে পান। আটের দশকে সাধারণ গৃহস্থ বাড়ির এক বধূ থেকে কী ভাবে শিবপুরের একজন কুখ্যাত মহিলা মাফিয়া গ্যাং লিডার হয়ে ওঠেন তা তিনি জানতে পারেন। ওই মহিলা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করে ছিল।

তাই স্বাভাবিক ভাবেই সেই মহিলার জার্নি সম্পর্কে কৌতুহলী হয়ে ওঠেন ওই সাংবাদিক। শালিমার রেল ইয়ার্ডের দখলদারি নিয়ে আকচা-আকচি নিয়মিতই গড়াত বন্দুকের লড়াইয়ে। মুড়ি মুড়কির মত লাশ পরে যেত দিন দুপুরে। ছবিতে আবার এর সঙ্গে পুলিশের অশুভ আঁতাতও দেখানো হয়েছে। আর এখানে পরমব্রত হয়েছেন পুলিশ অফিসার সুলতান আহমেদ ।

যার উপরে গুন্ডাদমনের দায়িত্ব। রাজ্য সরকার নির্দেশ জারি করে, সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে, যে কোনও মূল্যে নিখোঁজ মহিলাকে গ্রেফতার করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবী থেকে অদৃশ্যহয়ে যায় সেই মহিলা।

এর পিছনে কি কোনও বিরোধী দলের ষড়যন্ত্র রয়েছে? নাকি তার নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে কোনও রাজনৈতিক খেলা? সেই উত্তর মিলবে ছবিতেই। অসাধারণ সিনেমাটি দেখে নিন!