ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 5.3/10
Directors ➤ Birsa Dasgupta
Stars ➤ Ambarish Banerjee, Gambhira, Abir Chatterjee, Sohini Sarkar Ect.
Genres ➤ Horror, Thriller
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Hoichoi
ভূত মানে ভয় — অন্তত আমরা তাই ভাবি। কিন্তু যদি সেই ভয়ই একদিন সত্যি হয়ে দাঁড়ায় তোমার সামনে, আর তাতে লুকিয়ে থাকে এক অপূর্ণ ন্যায়ের গল্প? ঠিক এমনই এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় সাংবাদিক আনন্দ, Shob Bhooturey সিনেমার প্রধান চরিত্র।

আনন্দ এমন একজন মানুষ, যে ভূত-টুত কিছুতেই বিশ্বাস করে না। তার বাবা “Bhooturey” নামে এক ম্যাগাজিন চালাতেন, যেখানে প্রতি সংখ্যায় ছাপা হতো রহস্য, অলৌকিকতা আর অদ্ভুত সব ঘটনার গল্প। বাবার মৃত্যুর পর আনন্দ সেইসব থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় — তার কাছে ভূতের গল্প মানে শুধু কল্পনা, মানুষের তৈরি ভয়।

কিন্তু ভাগ্য তো সবসময় শান্ত থাকে না। একদিন শায়ন্তিকা নামে এক মেয়ে তার জীবনে আসে — চোখে ভয়, মুখে বিশ্বাস। সে বলে, “একটা গ্রামে স্কুলের মধ্যে একের পর এক বাচ্চা মারা যাচ্ছে। সবাই বলছে, ওখানে ভূত আছে।”
আনন্দ প্রথমে হাসে — এসব বানোয়াট গল্প ভেবে। কিন্তু মেয়েটার কথার ভেতরে একরকম সত্যের গন্ধ ছিল।
কৌতূহল, পেশা আর এক অজানা টান তাকে সেই গ্রামে নিয়ে যায়।

গ্রামে পৌঁছেই বোঝা গেল, পরিবেশটা একদমই স্বাভাবিক নয়। বাতাসে একটা চাপা ভয়, গ্রামের চোখে আতঙ্ক। স্কুলের ভেতরে যেন কেউ এখনো হাঁটে — যদিও সবাই জানে, সে অনেক আগেই মারা গেছে। রাতে কান্নার শব্দ, দরজার খটখটানি, ছায়ার মতো নড়াচড়া — সব মিলিয়ে জায়গাটা যেন নিঃশব্দ ভয়ের এক খোলসে মোড়া।

আনন্দ তবু হাল ছাড়ে না। সে বিশ্বাস করে, প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটিই সত্য — যুক্তি।
তদন্ত করতে গিয়ে সে খুঁজে পায় পুরনো কাগজ, বাবার পুরনো লেখা আর এমন কিছু চিহ্ন যা বলে, এখানে সত্যিই কিছু ঘটেছিল… বহু বছর আগে।

ধীরে ধীরে প্রকাশ পায় এক ভয়াবহ অতীত — এক দুর্ঘটনায় কিছু বাচ্চা মারা গিয়েছিল স্কুলটিতে। তাদের মৃত্যু কেউই চায়নি, কিন্তু কারও লোভে, কারও উদাসীনতায় সেটাই ঘটে যায়। পরে অপরাধ ঢাকতে ছড়িয়ে দেওয়া হয় “ভূতের গুজব” — যাতে কেউ আর প্রশ্ন না করে।

কিন্তু মৃতরাও তো কখনো কখনো কথা বলে, শুধু আমরা শুনি না।
ওই বাচ্চাগুলোর আত্মাই যেন বারবার ফিরে আসছিল সত্যকে সামনে আনার জন্য।

শেষে আনন্দ বুঝে ফেলে — ভূত আসলে ভয় নয়, বরং অন্যায়ের প্রতিবাদ।
সে আসল অপরাধীকে সামনে আনে, সত্য প্রকাশ করে, আর বুঝতে শেখে — “সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝা যায় না; কিছু সত্য অনুভব করতে হয়।”

শেষ দৃশ্যে আনন্দ আবার বাবার পুরনো ম্যাগাজিন “Bhooturey”-এর দিকে তাকিয়ে হাসে — যেন বহু বছর পর সে নিজের হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরে পেয়েছে।
একটা সময় যিনি ভূতের অস্তিত্ব অস্বীকার করতেন, তিনিই আজ জানেন — কিছু গল্প সত্যি, শুধু বলার মতো সাহস লাগে।